নেপালের ক্রিকেট ভক্তদের ‘জঘন্যতম’ বলে কটাক্ষ ক꧃রেছিলেন। সেজন্য আমেরিকার ক্রিকেটার আলি খানকে পালটা দিলেন নেপালেন অধিনায়ক সন্দীপ লামিচানে। কড়া ভাষায় সন্দীপ বলেন, কোনও ক্রিকেটার যে এরকম কোনও ‘ঘৃণ্য’ মন্তব্য করতে পারেন, তা কখনও ভাবতে পারেননি।
ঘটনার সূত্রপাত কীভাবে?
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুয়ে নামিবিয়া বনাম নেপাল ম্যাচের একটি বিতর্কিত ক্যাচ নিয়ে মন্তব্যের পর এক ক্রীড়া সাংবাদিক টুইটারে দাবি করেন, নেপালের ক্রিক🍌েট সমর্থকদের একাংশ তাঁকে নোংরা ভাষায় আক্রমণ করছে🌸ন। গালিগালাজ করা হচ্ছে। একাধিক মেসেজের স্ক্রিনশট (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করে ওই সাংবাদিকও পালটা দেন। যিনি মূলত আইসিসির সহযোগী দেশগুলির ক্রিকেট কর্মকাণ্ড নিয়ে কাজ করেন।
আরও পড়ুন: PAK vs SL: রোহিত শর্মাকে পিছনে🧔 ফেলে বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করলে🅠ন বাবর আজম
সেই পোস্টের নীচে কলকাতা নাইট♐ রাইডার্সের (কেকেআর) প্রাক্তনী আলি এমন একটি মন্তব্য করেন, তা নিয়ে বিতর্ক আরও বেড়ে যায়। আলি লেখেন, 'নেপালের ক্রিকেট ভক্তদের সর্বকালের জঘন্যতম।' সেই মন্তব্যেই ব্যাপক চটে যান নেপালের ক্রিকেট সমর্থকরা। মুখ খোলেন লামিচানেও।
আরও পড়ুন: হার্দিকের বিকল্প নেই, বলছেন ভারতের প্রাক্তনী, ভেঙ্কি ক꧂ি তা হলে খ🥃রচের খাতায়?
নেপালের অধিনায়ক লামিচানে বলেন, ‘ক্রিকেটে আমার এক সতীর্থ যে এরকম ঘৃণ্য মন্তব্য করতে পারে, সেটা কখনও ভাবিনি। নেপালের মানুষের রন্ধ্রে-রন্ধ্রে ক্রিকেট আছে। তাঁদের রক্তে আছে ক্রিকেট। বিশ্বের ক্রিকেট মানচিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাঁরা। খেলাধুলো মাধ্যমে মানুষকে শুধুমাত্র একসঙ্গে নিয়ে আসা উচিত, তা⭕ঁদের মধ্যে বিভাজন তৈরি করা উচিত নয়।’
সেই পরিস্থিতিতে আত্মপক্ষ সমর্থনে একটি মেসেজের স্ক্রিনশটও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেন আলি। তাতেও কোনও লাভ হয়নি। নেপালের সমর্থকরা প্রশ্ন তুলতে থাকেন, কোনও একজ꧂নের জন্য কি এভাবে সবাইকে ‘জঘন্যতম’ বলে দাগিয়ে দেওয়া যায়?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।