শুভব্রত মুখার্জি
করোনর ফলে বদলে গিয়েছে ক্রিকেট। বদলে এসেছে খেলার ধরণে এবং ❀অবশ্যই নিয়মে। কিছুদিন আগেই অ্যাসেজ সিরিজে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কনকাশান পরিবর্তর সাক্ষী থেকেছে বিশ্ব। প্রথম কনকাশান পরিবর্ত হিসেবে মা🤡ঠে নেমে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেন।
এবার ক্রিকেট বিশ্ব সাক্ষী থাকল আরও এক অভিনব পরিবর্ত ক্রিকেটারের। ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ব্যবহার করা হল করোনা পরিবর্ত। প্রথম ক্রিকেটার হিসেবে🦩 করোনা বদলি হয়🌳ে ইতিহাসে নাম তুলে ফেললেন নিউজিল্যান্ডের ফার্স্ট ক্লাস ক্রিকেটার বেন লিস্টার।
প্লাঙ্কেট শিল্ডের একটি ৪ দিনের ম্যাচে ঘটেছে এমন ঘটনা। ম্যাচে ওটাগোর মুখোমুখি হ♉য় অকল্যান্ড। ম্যাচের ঠিক আগে অল-রাউন্ডার মার্ক চাপম্যান অসুস্থতা বোধ করছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁকে প্রথম একাদশে রেখে দল গঠন করেছিল অকল্যান্ড। পরে তার করোনা পরীক্ষা হয়।
এমন ꦫপরিস্থিতিতে চাপম্যানের বদলি হিসেবে মাঠে নামানো হয় বেন লিস্টারকে। ক্রিকেটের ইতিহাসে প্লাঙ্কেট শিল্ড প্রথম টুর্নামেন্ট যেখানে মাঠে নামানো হল করোনা বদলি। ফলে ইতিহাস ঢুকে গেল টুর্নামেন্টের নামও। প্রসঙ্গত, আইসিসি গত জুনে করোনা বদলির নিয়ম চালু করে। যাতে কোনও🉐 ক্রিকেটার ম্যাচের মাঝে ভাইরাসে আক্রান্ত হলে বা লক্ষণ প্রকাশ পেলে তাঁর বদলি নামানো যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।