শুভব্রত মুখার্জি : মাত্র কয়েকদিন আগেই কমনওয়েলথ গেমসের ছাড়পত্র পেয়েছিলেন ভারতের স্টার মহিলা বক্সার নিখাত জারিন। এর মধ্যেই ফের একটি সুখবর। চলতি মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন তিনি। এর পাশাপাশ𒀰ি ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতলেন মনীষা মৌন এবং পারভীন হুডা।
তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত আইবিএ আয়োজিত মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ১২তম সংস্করণে অনবদ্য পারফরম্যান্স করে ফাইনালে পৌঁছে গেলেন নিখাত জারিন। নিজামাবাদে জন্ম হওয়া এই বক্সার অসাধারণ নিজের স্কিলের পরিচয় দিলেন। ৫২ কেজি বিভাগের সেমিফাইনালে ব্রাজিলের ক্যারোলিন ডে আলমেইডাকে ৫-০ ফলে বিপর্যস্ত করলেন নিখাত। অন্যদিকে ৫৭ কেজি মনীষা এবং ৬৩ কেজি বিভাগে পারভী෴নকে হারের সম্মুখীন হতেඣ হল। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের।
২০২০ টোকিও অলিম্পিক গেমসের ব্রোঞ্জ পদক জয়ী ইতালির ইরমা টেস্টার কাছে হারতে হল মনীষাকে। অন্যদিকে আয়ারল্যান্ডের অ্যামি ব্রডহার্স্টের কাছে হারতে হল পারভীনকে। উল্❀লেখ্য নিখাতের কেরিয়ারে এটি দ্বিতীয় বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার সোনা জয়ের লক্ষ্যে তিনি থাইল্যান্ডের জিটপঙ্গ জুটামাসের বিরুদ্ধে রিং-এ নামবেন এবং কঠিন লড়াই করবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।