শুভব্রত মুখার্জি: শক্তিশালী নরওয়ের বিরুদ্ধে ডেভিস কাপ টাইতে দাঁড়াতেই পারল না যুকি ভাম্ব্রি এবং সাকেত মাইনেনিরা। ভারতীয় দলকে রীতিমতো পর্যুদস্ত করে ৩-০ ফলে টাই জিতে নিল নরওয়ে। ডাবলসে ভারতীয় জুটি য𝓀ুকি ভাম্ব্রি এবং সাকেত মাইনেনিকে হারালেন রুড-ডুরোসোভিচ জুটি। বিশ্ব গ্রুপ-১'র ডেভিস কাপ টাইয়ে ডাবলস ম্যাচ জিতে টাই ৩-০ ফলে জয় নিশ্চিত করল নরওয়ে।
যুকি-সাকেত জুটি হারলেন ৩-৬,৬-৩,৩-৬ ফলে। ম্যাচে ভারতীয় জুটি হাড্ডাহাড্ডি লড়াই করেও ভারতের হয়ে শেষ রক্ষা করতে পারলেন না। ১ ঘন্টা ৫০ মিনিট ধরে লড়াই চালিয়ে ও নরওয়ের বিরু🃏দ্ধে ডেভিস কাপ টাইতে ডাবলসেও জয়ের মুখ দেখল না ভারত। ম্যাচের প্রথম এবং তৃতীয় সেটে একটি ব্রেক পয়েন্টে জিতেই দুই সেটে পার্থক্য গড়ে দিল নরওয়ের জুটি।
আরও পড়ুন… F💖act Check: T20WC দল থেকে বাদ পড়তে পন্তদের 💞অন্তর্ভুক্তি নিয়ে মুখ খুললেন সঞ্জু?
নরওয়ের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ের প্রথম দিন শেষেই সমস্যাতে পড়েছিল ভারত। ১ম দিন শেষে টাইয়ে ২-০ ফলে এগিয়ে গিয়েছিল নরওয়ে। ফলে টাইয়ে বাকি থাকা সবকটি ম্যাচ ভারতের জন্য কার্যত๊ নক আউট ম্যাচ হয়ে গেছিল। যে কোন একটিতে হারলেই টাই জিতত নরওয়ে। আর ডাবলস ম্যাচে হারের ফলে গোটা টাইটাই হারতে হল ভারতকে ইউরোপীয় দেশটির হয়ে প্রথম দুটি সিঙ্গেলসেই জিতেছিলেন তাদের দুই তারকা খেলোয়াড় কাসপার রুড এবং ভিক্টর ডুরোসোভিচ।
কাকতালীয়ভাবে দুই নরওয়ের খেলোয়াড়ই জিতেছিলেন এক স্কোরলাইনে। দুজনের পক্ষে🅺ই খেলার ফল ছিল ৬-১,৬-৪। উল্লেখ্য এই সোমবারেই এটিপি নয়া রাঙ্কিং প্রকাশ করেছে। আর সেই রাঙ্ক অনুযায়ী ২য় স্থানে উঠে এসেছেন রুড। ফলে তার বিরুদ্ধে প্রজনেশ গুনেশ্বরনের লড়াই যে কঠিন হতে চলেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। কার্যত হয় ও তাই। ডেভিস কাপের গ্রুপ-১'র প্রথম দিꦚনের ম্যাচে প্রজনেশকে গুড়িয়ে দেন কাসপার রুড। ম্যাচের ফল ছিল রুডের পক্ষে ৬-১,৬-৪।
অন্যদিকে ভিক্টর ডুরোসেভিচ ও তার ম্যাচে জয় তুলে নেন। দেশকে এগিয়ে দেন ২-০ ফলে। ৬-১,৬-৪ ফলে তিনি হারিয়ে দেন রামকুমার রামানাথানকে। লিলেনহ্যামারের,হ্যাকন্স হলের হার্ড কোর্টে খেলা হয় ভারত বনাম নরওয়ের এই টাই। উল্❀লেখ্য সদ্য শেষ হওয়া ইউএস ওপেনে রানার্স আপ হয়েছেন রুড। এর আগে ফরাসি ওপেনের ফাইনালে ও উঠেছিলেন তিনি। ইউএস ওপেনের ফাইনালে রুড হারতে হয়েছে আলকারাজের কাছে। সেই তিনি প্রজনেশের বিরুদ্ধে প্রথম সেট জিততে সময় নেন ৩০ মিনিটের ও কম।
আরও পড়ুন… সতীর্থকে খারাপ খেলতে বলেছিলেন মনপ্রীত, 𒉰দাবি প্রা꧋ক্তন হকি কোচের, আদালতে যাচ্ছে ভারতীয় দল
বিশ্ব ক্রমতালিকায় ৩৩৫ নম্বরে থাকা প্রজনেশের বিরুদ্ধে দ্বিতীয় সেটের তৃতীয় গেমে লিড নেন রুড। ভারতীয়ের সার্ভ ভেঙে করেন ২-১। এরপর নিজের সার্ভ ধরে রেখেই ম্যাচে জয় নিশ্চিত করেন। অন্যদিকে ভারতের ১ নম্বর সিঙ্গেলস খেলোয়াড় তথা বিশ্ব ক্রমতালিকায় ২৭৬ নম্বরে থাকা রামকুমার রামানাথান ও একেবারে খড়কুটোর মতন উড়ে যান। খেলার ফল ছিল তার বিরুদ্ধে ৬-১, ৬-৪। দ্বিতীয় দিনের শুরুটা হয় ডাবলস দিয়ে। ভারতের হয়ে খেলেন যুকি ভাম্ব্রি এবং সাকেত মাইনেনি। বিপক্ষে ছিলেন রুড,ডুরোসোভি✅চ জুটি। এই ম্যাচ হারলেই টাইতে ভারতের হার নিশ্চিত ছিল। সেই অবস্থায় তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানেন যুকিরা। ফলে ভারতকে হারতে হয় নরওয়ের বিরুদ্ধে এই টাইতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।