এই বছর টি-টোয়েন্টিতে পাকিস্তান দুরন্ত ছন্দে রয়েছে। তারা ২৯টি ম্যাচের মধ্যে ২০টিতেই জিতেছে। দলের ভালো পারফরম্যান্সের পাশাপাশি পাক ওপেনার জুটিও অসাধারণ ফর্মে রয়েছে। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান জুটি এই বছর টি-টোয়েন্টিতে একাধিক নজিরও গড়ে ফেলেಞছে। রিজওয়ান এই বছর টি-টোয়েন্টিতে ২০০০-এর উপর রানের রেকর্🎀ড করে ফেলেছেন। এবং এই ফর্ম্য়াটে এক বছরে ১০০০ রান করে ফেলেছেন রিজওয়ান। প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ একটি সংবাদমাধ্যমে দাবি করেছেন, এ বার ভারতও বলবে, আমাদের দলে একজন মহম্মদ রিজওয়ান বা বাবর আজম নেই। যেমন পাকিস্তান আগে বলতো, আমাদের, দলে একজন বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো ক্রিকেটার নেই।
লতিফ বলেছেন, ‘প্রায় এক বছর আগে, আমরা বলতাম যে পাকিস্তানে বিরাট কোহলি, রোহিত শর্মা বা কেএল রাহুলের মতো খেলোয়াড় নেই, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। তবে আমি মনে করি, কিছু সময় পরে, ভারতীয়রাও বলবে যে আমাদের দলে রিজওয়ান এবং🤪 বাবরের মতো খেলোয়াড় নেই।’
বাবর আজম ২০২১ সালে টি-টো♊য়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটে তিনি ১৭৭৯ রান করেছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ৬ ম্যাচে ৬০.৬০ গড়ে এবং ১২৬.২৫ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেকে সবচেয়ে বেশি রান করার রেকর্ড করেছেন বাবর আজম।
লতিফ এবং﷽ ইনজামাম-উল-হকে⭕র মতো প্রাক্তন অধিনায়করা এই বছরেই একটা সময়ে বাবর এবং রিজওয়ানদের স্লো স্ট্রাইক-রেটের জন্য সমালোচনা করেছিলেন। আর সেই সমালোচনার জবাবই ব্যাট হাতে দেন বাবর এবং রিজওয়ান। স্বাভাবিক ভাবে তাঁদের সমালোচকরাই এখন তাঁদের প্রশংসায় পঞ্চমুখ।
যে🎶 কারণে লতিফ বলেছেন, ‘আগে, ওদের স্কোরিং রেট নিয়েও আমাদের কিছু রিজার্ভেশন ছিল। কিন্তু ওরা সেই ফাঁকটা পূরণ করে দিয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।