বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে তড়তড়িয়ে এগোচ্ছে নিউজিল্যান্ডের গাড়ি। সৌজন্যে তাদের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন টম লাথাম ও তারকা বোলার ট্রেন্ট বোল্ট। বোল্ট যেখানে বল হাতে পাঁচ উইকেট নিয়ে টাইগাꦫরদের ধরাশায়ী করেন, সেখানে লাথাম একই কাজ করেন ব্যাট হাতে।
ক্রাইস্টচার্চের ময়দানে ওপেন করতে নেমে ওপার বাংলার দলের বিরুদ্ধে অনবদ্য ২৫২ রানের ইনিংস খেলেন লাথাম। ঘটনাক্রমে তাঁর আগে লাল বলের ক্রিকেটে শেষ ২৫০ রান এসেছিল দুই বছর আগে আরেক কিউয়ি তারকা কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। কিউয়ি দলের আসল অধিনায়ক𒈔, উইলিয়ামসন, ২০২০ সালে ওয়েস্ট ইন🔜্ডিজের বিরুদ্ধে ২৫১ রানের ইনিংস খেলেন। কাকতালীয়ভাবে, লাথাম এবং উইলিয়ামসনের এই দুই ইনিংসের মধ্যে মিল সকলকেই চমকে দেবে।
লাথাম এবং উইলিয়ামসন, দুইজনেই ২৫০ করার সময় নিউজিল্যান্ডের অধিনায়ক তো অবশ্যই ছিলেন, পাশপাশি দুইজনেই নিজেদের ইনিংসে মোট ৩৪টি বাউন্ডারি এবং দুইটি ছক্কা হাঁকান। দুইজনেই ছয় মেরে নিজেদের ২৫০ রান পূর্ণ করার ঠিক পরের বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন। মিল কিন্তু এখানেই শেষ নয়। উইলিয়ামসন এবং লাথাম, দুইজনেই আউট হওয়ার ঠিক ১৯ বল পরে কিউয়িরা উক্ত ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এই অদ্ভুত মিল নিঃসন্দেহে সকলকে অবাক করতে ꦛবাধ্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।