বাগানের সবুজ-তোতা কবেই যেন আপদমস্তক ভারতীয় হয়ে পড়েছেন। বাংলার সঙ্গে তাঁর মনের যোগটা বꦺরাবরই গভীর। তবে শুধু বাংলাই নয়, ভারতের সঙ্গেও যেন ব্রাজিলীয় জোস ব্যারেটোর একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। শনিবার মীর🐎াবাঈ চানুর পদক জয়ের উচ্ছ্বাসেও মেতে উঠলেন ব্যারেটো।
আর পাঁচ জন ভারতীয়ের মতোই ব্যারেটোও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের উচ্ছ্বাস জাহির করেছেন। তিনি ফেসবুকে চানুর একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘সত্যিই একটি গর্বের মুহღূর্ত। দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য মীরবাঈ চানুকে অনেক অভিনন্দন।’
রিও অলিম্পিক্সেও চানুকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু চোটের কারণে রিও অলিম্পিক্সের লড়াই থেকে চানু ছিটকে গিয়েছিলেন। কোমরের চোটের কারণে একটা সময়ে তাঁর কেরিয়ারই শেষ হয়ে যেতে বসেছিল। সে সময়ে মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন চানু। এর পরেই তাঁকে♏ মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল। সেখান থেকে তার এ দিনের সাফল্য একেবারে যেন সিﷺনেমার গল্প। যে কোনও অ্যাথলিটের কাছেই চানুর এই লড়াই কিন্তু বড় অনুপ্রেরণা।
এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশি♏পে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চানু। কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে একটি রুপো এবং একটিಌ সোনা পেয়েছিলেন। আর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন। আর এ বার অলিম্পিক্সে রুপো। চানুকে নিয়ে পুরো দেশ গর্বিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।