প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্স থেকে অলিম্পিক্স সোনা জিতে ইতিহাস গড়তে পারেন নীরজ চোপড়া। টোকিওয় ছেলেদের জ্ܫযাভেলিন থ্রো ইভেন্টে চ্যাম্পিꦚয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় তারকার সামনে।
প্রথমত, টোকিওর কোয়ালিফিকেশন রাউন্ডে নীরজ দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেন। প্রথম প্রচেষ্টাতেই ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালের যোগ্যতা অর্জন করেন তিনি। কোᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়ালিফিকেশনের দু'টি গ্রুপ 💜মিলিয়ে ৩২ জন অ্যাথলিটের মধ্যে ১ নম্বরে থেকে ফাইনালে ওঠেন নীরজ।
(টোকিও অলিম্পিক্স ২০২০-ꦑর যাবতীয়ꦆ খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
🥂দ্বিতীয়ত, ৬ জন প্রথম সারির জ্যাভেলিন থ্রোয়ার টোকিওর ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। এমন ৫ জন অ্যাথলিট ছিটকে গিয়েছেন ইভেন্ট থেকে, যাঁদের ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স নীরজের ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্সের থেকে অনেক ভালো। সব মিলিয়ে এমন ৬ জন অ্যাথলিট ফাইনালের টিকিট হাতছাড়া করেছেন, যাঁদের সেরা পারফর্ম্যান্স নীরজের টোকিওর কোয়ালিফিকেশনের পারফর্ম্যান্সের থেকে ভালো।
নীরজের ব্যক্তিগত সেরা: ৮৮.০৭ মিটার
টোকিওর কোয়ালিফিকেশন রাউন্ডে নীরজের পারফর্ম্যান্স: ৮৬.৬৫ মিটার
টোকিওর ফাইনালে উঠতে পারেননি:-
জুলিয়া ইয়েগো: ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ৯২.৭২ মিটার
চাও সুন চেং: ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ৯১.৩৬ মিটার
কেশর্ন ওয়ালকট: ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ৯০.১৬ মিটার
মার্সিন ক্রুকউস্কি: ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ৮৯.৫৫ মিটার
বার্নহার্ড সেফার্ত: ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ৮৯.০৬ মিটার
অ্যান্ডারসন পিটার্স: ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ৮🌠৭.৩১ মিটার
উল্লেখযোগ্য বিষয় হཧল, 𒉰রিও অলিম্পিক্সের সোনা জয়ী থমাস রোহলার এবার টোকিওয় নেই। কোয়ালিফিকেশন রাউন্ডেই ছিটকে গিয়েছেন রিওর রুপো ও ব্রোঞ্জ জয়ী দুই তারকা জুলিয়া ইয়েগো ও কেশর্ন ওয়ালকট।
সুত♈রাং, ফাꦕইনালে নীরজকে প্রতিদ্বন্দ্বীতা ছুঁড়ে দেওয়ার মতো অ্যাথলিট নেহাৎ হাতে গোনা। টোকিওয় নিজের সেরাটা মেলে ধরতে পারলে তাই সোনার পদক গলায় ঝুলিয়ে দেশে ফিরতে পারেন নীরজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।