তীরন্দাজির প্রি কোয়ার্টার ফাইনালে ভারতেꦫর দীপিকা কুমারী। ৬-২ ফলে নেদারল্যান্ডসের কুইন্টি রফিনকে হারিয়ে দেন তিনি। প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় সেটে হেরে বসেন দীপিকা। এরপরের দুই সেটেই জয় তুলে নেন ভারতীয় তীরন্দাজ। তাঁর প্রি কোয়ার্টারে প্রতিপক্ষ জার্মানির মিকেল ক্রোপ্পেন। এবছর ভারতীয় তীরন্দাজদের পারফরমেন্স মোটেই ভালো ছিল না। দলগত ইভেন্টে হতাশ করেছিলেন তাঁরা। তবে ব্যক্তিগত ইভেন্টে নামতেই প্যারিস অলিম্পিক্সে জ্বলে উঠলেন ভারতের দীপিকা কুমারী। তীরন্দাজিতে ভারতীয়দের মধ্যে সব থেকে সম্ভাবনায় প্রতিনিধির নামই দীপিকা কুমারী। কিন্তু অলিম্পিক্স বাদে এখনও পর্যন্ত অন্যান্য বড় প্রতিযোগিতায় সাফল্য পেলেও আসল মঞ্༺চে তিনি ব্যর্থ। ফলে প্যারিস থেকে পদক নিয়েই ফিরতে চান টোকিও অলিম্পিক্সের পর মা হওয়া দীপিকা।
প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারীর প্রতিপক্ষ জার্মানির মিচেল ক্রোপ্পেন। তিনি গতবার টোকিও অলিম্পিক্সে দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন। এছাড়াও দলগত বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মিচেল। ফলে শেষ ষোলোয় দীপিকার লড়াই খুব একটা সহজ হচ্ছে না, অবশ্য অলিম্পিক্সের মতো মঞ্চ সহজ লড়াই আশা করাও অনুচিত। দীপিকা তাই নেদারল্যান্ডসের প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের আত্মবি♍শ্বাসকে সঙ্গী করে আপাতত একটু চ্যাম্পিয়ন্স লাকের খোঁজে।
কয়েকদিন আগেই ভারতের তারকা তীরন্দাজ দীপিকা জানিয়েছিলেন ঠিক কতটা পরিশ্রম করে তাঁকে প্যারিস অলিম্পিক্সে আসতে হয়েছে। মেয়ের জন্মগ্রহণের পর হঠাৎই নিজের শরীরে ক্লান্তি বোধ করেন দীপিকা। হাতে জোর পাচ্ছিলেন না। অনুশীলন শুরু তো দূরের কথা, প্রথম কয়েকমাস নিজের দৈনন্দিন কাজও করতে পারেননি। এরপর আসতে আসতে ফিটনেস ফিরে পেতে শুরু করেন লড়াই। মনের জোর আর দৃঢ়প্রতিজ্ঞতা থাকলে যে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় সেটা প্রমাণ করেছেন দীপিকা। শেষ পর্যন্ত স্বামী অতনু মেয়েকে দেখভাল🉐ের দায়িত্ব তুলে নিতেই দীপিকা গেছিলেন বিদেশে অলিম্পিক্সের প্রস্তুতি নিতে। শরীরের সমস্ত ক্লান্তি তখন কেটে যায় মেয়ের থেকে দূরে থাকার 🏅জন্য। কষ্ট পরিণত হয় জেদে।
মনের জোরেই তিনি অলিম্পিক্🌊সের সিঙ্গলসের মঞ্চে এসে এখন দাপট দেখাচ্ছেন। তাই প্রি কোয়ার্টারে টোকিও অলিম্পিক্সের পদকজয়ীর বিপক্ষে নামার আগেও বিন্দুমাত্র বিচলিত নন ৩০ বছর বয়সী রাঁচির মেয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।