শুভব্রত মুখার্জি:- বিশ্বের শ্রেষ্ঠ স্পোর্টিং ইভেন্ট নিঃসন্দেহে অলিম্পিক গেমস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ক্রীড়াবিদ এসে জড়ো হন এক জায়গায়। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা, ভলান্টিয়ার 𝔉ধরলে সংখ্যাটা লাখ ছুঁই ছুঁই বলা যায়। কয়েক সপ্তাহ ধরে চলে এই রাজসূয় যঞ্জ।
দেশ-বিদেশ থেকে অ্যাথলিটরা এসে উপস্থিত হন আয়োজক দেশে। সেখানে সব দেশের অ্যাথলিটদের থাকা, খাওয়া থেকে শুরু করে বাকি সবকিছুর যে আয়োজন করা হয় তা করা হয় এই গেমস ভিলেজেই। নামটার মধ🧸্যেই রয়েছে এই জায়গাটার বিষয়ে অনেকটা ইঙ্গিত। এ যেন আধুনিক এক গ্রাম। যেখানে বিশ্বের তাবড় তাবড় ক্রীড়াবিদদের জন্য রয়েছে সব সুযোগ সুবিধা। যেখানে তৈরি এক একটি উল্লেখযোগ্য গল্প বা কাহিনী।
প্যারিস অলিম্পিক গেমস শুরু হবে ২৬ জুলাই থেকে। কিন্তু তার বেশ কয়েকদিন আগেই বুধবার অর📖্থাৎ ১৭ জুলাই থেকে অফিসিয়ালি খুলে দেওয়া হল প্যারিস গেমসের অফিসিয়াল গেমস ভিলেজ। এবার থেকে ধীরে ধীরে ক্রীড়াবিদরা একে একে এখানে এসে জড়ো হবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
প্যারিস অলিম্পিক গেমস শুধু নয়, প্যারালিম্পিকসেও যারা অংশ নেবেন তাঁরাও এই থাকবেন এই ভিলেজে। বুধবার খুলে যাওয়ার পরে বৃহস্পতিবার প্রথম অ্যাথলিটরা এখানে ইতিমধ্যেই প্রবেশ করে গেছেন। এই গেমস ভিলেজ এবার করা হয়েছে প্যারিস শহরের উত্তর দিকে। এই ভিলেজে মোট ১৪৫০০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৯০০০ অ্যাথলিটের থাকার জায়গা। যখন সমস্ত ইভেন্ট গুলো চলবে তখন একসঙ্গে ৯০০০ জন অ্যাথলিট এখানে থাকতে পারবেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া এবং ব্রাজিল তাদের দলকে পাঠিয়ে দিয়েছে। তাদের বেশিরভাগ অ্যাথলিট ইতিমধ্যেই গেমস ভিলেজে 🍌প্রবেশ করে গেছেন।
সাধারণত এই ভিলেজ গেমসের কয়েকদিন কার্যত ঘর বাড়ি হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন অ্যাথলিটদের কাছে। ডেপুটি হেড অফ ভিলেজ অগাস্টিন ট্রা𝔉ন ভ্যান চাউ জানিয়েছেন, ‘আমরা সম্পূর্ণভাবে তৈরি রয়েছি সকল অ্যাথলিটদের স্বাগত জানাতে। এই ভিলেজে এয়ার🔴 কন্ডিশনিংয়ের ব্যবস্থা করা হয়নি। তবে এর ইন্টিরিয়র এমনভাবে করা হয়েছে যাতে বাইরের তাপমাত্রার থেকে ভিতরের তাপমাত্রা এই গরমে অন্ততপক্ষে ছয় ডিগ্রি কম থাকে। তবে এরপরেও কিছু কিছু দেশের স্কোয়াড নিজেদের আরামের জন্য এসির ব্যবস্থা করেছে।’
২৬ জুলাই শুরু হবে অলিম্পিক গেমস। এরপর রয়ে🐈ছে প্যারালিম্পিকস। যা শেষ হবে ৮ সেপ্টেম্বর। এরপর ভিলেজের ভিতরে থাকা অ্যাপার্টমেন্টগুলোর মডিফিকেশন করা হবে। পরবর্তীতে বসতবাড়ি হিসেবে ব্যবহার করা হবে। যার এক তৃতীয়াংশ সাধারণ মানুষের জন্য পরবর্তীতে ব্যবহার করতে দেওয়া হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।