অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করলেও টোকিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা দলের পারফর্ম্যান্স কুর্নিশ আদায় করে নেয় ক্রীড়াপ্রেমীদের। পদক না জিতলেও প্রথমবার অল𝓀িম্পিক্সের সেমিফাইনালে ওঠা রানি রামপালদের কৃতিত্বকে স্বীকৃতি জানায় মধ্যপ্রদেশ সরকার। ভারতের মহিলা হকি দলের তারকাদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এক বিজ্ঞপ্তিতে চৌহান বলেন, ‘আমাদের মহিলা হকি দল অলিম্পিক্সে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দিয়েছে। হতে পারে ওরা মাঠের লড়াইয়ে হেরে গিয়েছে। তবে ওরা দেশের মন জিতে নিয়েছে। তাই দলের কন্যাদের 🍌প্রত্যেককে ৩১ লক্ষ টাকা করে দিয়ে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমার বিশ্ব🔴াস আমাদের মেয়েরা ভবিষ্যতে নিশ্চিত জিতবে।’
শিবরাজ সিং চৌহান টোকিও অলিম্পিক্স🍒ে সোনা জয়ী ভারতীয় অ্যাথলিট ন🦹ীরজ চোপড়ারও ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি কুর্নিশ জানান তারকা অ্যাথলিটের কৃতিত্বকে।
চৌহান বলেন, '১৩ ♑বছর পরে অলিম্পিক্সে সোনার পদক জিতে ভারতের নীরজ চোপড়া ইতিহাস গড়েছে। নীরজের আবেগ ও শক্তিকে কুর্নিশ জানাই। গোটা দেশ আজ গর্বিত। নীরজ দেশের গৌরব ও সম্মান 🌜বাড়িয়েছে। ওকে অনেক অভিনন্দন।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।