শুভব্রত মুখার্জি: ভারতীয় অলিম্পিক গেমসের ইতিহাসে যে কয়েক জন লেজেন্ডারি ক্রীড়াবিদ রয়েছেন তাদের মধ্যে অন্যতম পুসরলা ভেঙ্কট সিন্ধু। ভক্তরা যাঁকে আদর করে পিভি🔯 সিন্ধু বলে ডাকেন। মঙ্গল বারের আগꦑে পর্যন্ত ভারতীয় অলিম্পিক গেমসের ইতিহাসে মাত্র দু'জন ক্রীড়াবিদ দু'টি করে পদক জয়ের নজির গড়েছিলেন। একজন সুশীল কুমার। যিনি ২০০৮ বেজিং অলিম্পিক গেমসে ব্রোঞ্জ এবং ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে রুপো পেয়েছিলেন। অপর জন পিভি সিন্ধু, যিনি ২০১৬ রিও গেমসে রুপো এবং ২০২০ টোকিও অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন। মঙ্গলবার এই তালিকায় যুক্ত হয়েছেন ভারতীয় শুটার মনু ভাকেরও।
আরও পড়ুন: রিকার্ভ আর্চারির শুট-অফে ১০ স্কোর করেও ছিটকে গেলেন ধীরজ বোম্মাদেবারা, কিন্তু🥂 কোন নিয়মে?
মনু আবার প্রথম ভারতীয় হিসেবে এক গেমসে দু'টি পদক জয়ের নজির গড়েছেন। দ্বিতীয় পদক জয়ের পরপরে꧟ই এক অদ্ভূত ঘটনা তিনি সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, তাঁর আইডল পিভি সিন্ধুকে সোশ্যাল মিডিয়াতে ট্রোলারদের হাত থেকে বাঁচাতে তিনি ‘ফেক অ্যাকাউন্ট’ খুলেছিলেন। তাঁর এই অজানা তথ্য শুনে সকলের মতো খোদ সিন্ধুও তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিট হ꧙িসাবে একাধিক পদকজয়ী এলিট তালিকায় জায়গা করে নেওয়ার জন্য কুর্নিশ জানিয়েছেন।
আরও পড়ুন: দেশের জন্য আর না… প্যারিসে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর ঘোষণা বো♐পান্নার
২২ বছর বয়সী মনু ভাকের এই দিন সরবজোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে দক্ষিণ কোরিয়ার জুটিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন। এর পর স্পোর্টস স্টারকে এক সাক্ষাৎকারে দিতে গিয়ে হরিয়ানার ঝাঝরে থাকা মেয়েটি এক অজানা তথ্য সামনে এনেছেন। সিন্ধু এবং নীরজ চোপড়াকে নিজের আইডল মেনে নিয়ে মনু বলেন, ‘দেখুন, আমি আমাদের ভারতীয় ক্রীড়ার জগতের যাঁরা লেজেন্ড তাঁদেরকে দীর্ঘ দিন ধরে দেখছি। ফলো করছি। তাঁদের থেকেই আমি অনুপ্রেরণা পেয়েছি। আমার সময়ে আমি সিন্ধু এবং নীরজকে দেখছি। তাঁরা যে রকম কঠোর পরিশ্রম করে, সেই জন্য তাঁদেরকে কুর্ণিশ জানাতেই হয়। আমি একটা কথা বলব, একটা সময়ে আমি একটা ফেক অ্যাকাউন্ট বানিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। ট্রোলারদের কমেন্ট থেকে সিন্ধুকে বাঁচাতে আমি এটা করেছিলাম। আমি প🌳্রচন্ড রেগে গিয়েছিলাম, ওই সব উল্টোপাল্টা কমেন্ট দেখে। আমি সেই কারণেই সিন্ধুকে ডিফেন্ড করার সিদ্ধান্ত নিই।’
আরও পড়ুন: হতাশ করলেন রমিতা, মহিলাদের ১০ মিট♋ার এয়ার রাইফেলে হলেন সপ্তম
তিনি আরও যোগ করেন, ‘পরবর্তী প্রজন্মকে আমি বলব, আত্মবিশ্বাসী হতে হবে। সত্যি সত্যিই কঠোর পরিশ্রম ꦬকরতে হবে। সব সময়ে এ♑গিয়ে যেতে হবে।থামলে চলবে না। সাফল্য আসবেই। একটা অলিম্পিক গেমসে না আসুক, আমার মতো টোকিয়ো অলিম্পিক গেমসে মিস করলে, প্যারিস গেমসের মতো সাফল্য পাবেই। একটা টোকিয়ো না হলে, একটা প্যারিস সব সময়ে অপেক্ষা করেই থাকে।’ স্পোর্টস স্টারকে দেওয়া মনুর এই ইন্টারভিউ শেয়ার করেছেন পিভি সিন্ধু। মনুকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তুমি একটা মিষ্টি মেয়ে। তুমি একজন সুইটহার্ট। দু'টি অলিম্পিক্স পদকের যে ক্লাব, তাতে মনু তোমাকে স্বাগত। আরও এগিয়ে যেতে হবে।’ উল্লেখ্য, প্যারিসে মনুর পরবর্তী লক্ষ্য তাঁর ২৫ মিটার এয়ার পিস্তলের ইভেন্ট। যা শুরু হচ্ছে ১ অগস্ট থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।