Dhiraj Bommadevara and Ankita Bhakat Mixed Archery: ভারতীয় জুটি ধীরাজ বোম্মাদেভারা এবং অঙ্কিতা ভকত প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে রয়েছে। ভারতের জন্য এটি একটি ঐতিহাসিক পদক হতে পারে, তবে এই পদকের থেকে মাত্র একটি জয় দূরে রয়েছে তারা। ধীরাজ এবং অঙ্কিতা হলেন প্রꦑথম ভারতীয় তিরন্দাজ যারা অলিম্পিক্সের বিভিন্ন ইভেন্টে সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। অলিম্পিক্সে কোনও ভারতীয় আর্চার/টিম সেমিফাইনালে উঠতে পারেনি। তবে সেটাই করে দেখাল ধীরাজ এবং অঙ্কিতা জুটি।
আরও পড়ুন… Paris Oꦚlympics 2024: ইতিহাসের সামনে দাঁড়িয়ে মনু ভাকের! পদক জয়ের হ্যাটট্রিক কি করওতে পারবেন?
এদিন তারা স্পেনকে হারিয়ে দেয়। খেলার ফাইনাল স্কোর হল ভারত ৫ এবং স্পেন ৩। মনে করা হচ্ছে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার তিরন্দাজদের মুখোমুখি হতে পারে ভারত। তবে বিশেষজ্ঞরা মনে করꦜেন ভারত সেমিফা𝔉ইনালে দক্ষিণ কোরিয়া বা ইতালিরও মুখোমুখি হতে পারে। আজ সন্ধ্যে সাতটার সময়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে।
আরও পড়ুন… প্যারিস থেকে দেশে ফিরতেই বাড়ি ভাঙার নো💟টিশ! ২ দিনের মধ্যেই মনু ভাকেরের কোচকে ছাড়তে হবে ঘর
ভারতের মিশ্র ডাবলস তিরন্দাজ জুটি ধীরাজ বোম্মাদেভারা এবং অঙ্কিতা ভকত প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে স্পেনের পাবলো গঞ্জালেস এবং ইলিয়া ক্যানালেসের জুটিকে ৫-৩ ফলে পরাজিত করে শেষ চারে উঠেছে। অঙ্কিতা ভকত ৯ এবং ৮ পয়েন্ট স্কোর করেছিলেন। এই সময়ে ধীরাজ বোম্মাদে𒐪ভরা দুটি ১০ পয়েন্ট করে শক্তিশালী পারফরম্যান্স করেছিলেন। স্পেনের হয়ে পাবলো দুটি ৯ পয়েন্ট এবং এলিয়া ৮ ও ১০ পয়েন্ট করেন। এই সেটে ভারতের জয় সেমিফাইনালে꧅ তাদের অগ্রগতি নিশ্চিত করেছে। ফলে ম্যাচে রোমাঞ্চকর সমাপ্তি করেছে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।