শুভব্রত মুখার্জি:- টেকনোলজির জগতের অন্যতম বড় নাম বিল গেটস। মাইক্রোসফটের মতন বিখ্যাত কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি। এবার তাঁর নামও জুড়ে গেল প্যারিস অলিম্পিক গেমসের সঙ্গে! হ্যাঁ বাস্তবে এমনটাই হয়েছে। তবে একটু অন্য রকম ভাবে হয়েছে পুরো ঘটনাটা। তাঁর জামাই নায়েল নাসারকে দেখা যাবে এবারের প্যাꦰরিস💫 অলিম্পিক গেমসে। আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়ে নয় ইজিপ্টের হয়ে পদক জয়ের জন্য লড়াই করতে দেখা যাবে বিল গেটসের জামাতাকে। বিল গেটসের বড় মেয়ের স্বামী তিনি। বিল গেটসের বড় মেয়ে জেনিফার গেটসের সঙ্গে বিয়ে হয়েছে নায়েল নাসারের। তিনি এবারের অলিম্পিক গেমসে লড়াই করছেন ইকুয়েস্ট্রিয়ান বিভাগে।
আরও পড়ুন… IPL 2025-এ কি খেলবেন ধোনি? মেগা নিলামের এই নিয়মের উপর💃 নির্ভর করবে C🅰SK-তে মাহির ভবিষ্যত
ইজিপ্টিয়ান-আমেরিকান এই ইকুয়েস্ট্রিয়ান প্রতিযোগীকে নিয়ে ইতিমধ্যেই বিভিন্𒐪ন মহলে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। তবে এটা তাঁর প্রথম অলিম্পিক গেমস নয়। এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসেও তিনি ইজিপ্টের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সেবার তিনি ব্যক্তিগত এবং দলগত উভয় বিভাগেই লড়াই করেছিলেন।যদিও তাঁর পারফরম্যান্সের মধ্যে দিয়ে সেই রকম সাড়া তিনি ফেলতে পারেননি। দলগত বিভাগে তিনি শেষ করেছিলেন ১৬ তম স্থানে। আর ব্যক্তিগত বিভাগে তিনি শেষ করেছিলেন ২৪ তম স্থানে। জেনিফার গেটসের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে তিন বছর হল। ইতিমধ্যেই তাদের একটি সন্তানও হয়েছে। তারা তাদের দ্বিতীয় সন্তানের জন্মের জন্য যখন সাಌদর আগ্রহে অপেক্ষা করছেন সেই সময়েই প্যারিস গেমসের লড়াইতে নামছেন নায়েল নাসার।
আরও পড়ুন… সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে কোনও বিতর্ক হলে কেন জবাব দেন না ধোনি? বিষয় থেক🅘🎀ে পর্দা তুললেন মাহি
২০২১ সালে বিয়ে হয়েছিল জেনিফার এবং নায়েল। ২০২৩ সালেꦜ তাদের প্রথম সন্তানের জন্ম হয়েছিল। ২০২৪ সালে তাঁরা অপেক্ষা করছেন তাদের দ্বিতীয় সন্তানের। নায়েল নাসার বেশ ছোট বয়সেই ইজিপ্টের হয়ে খেলা শুরু করেন। এই মুহূর্তে ইজিপ্টে নায়েলদের হাত ধরেই এই ইকুয়েস্ট্রিয়ান খেলাটি জনপ্রিয় হয়েছে। সোশ্যাল মিডিয়াতে জেনিফারের মা মেলিন্ডা গেটস তাঁর জামাতাকে সমর্থনের কথা জানিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তাঁর জামাতার সাফল্য কামনা করেছেন। ঘটনাচক্রে ২০২২ সালেই জ🌄েনিফারের মা এবং বাবা বিল এবং মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তারপরে তাঁর জামাতাকে প্যারিস গেমসে এই সমর্থন বেশ তাৎপর্যপূর্ণ। তবে নায়েলকে নিয়ে বিতর্ক ও দানা বেঁধেছে। প্যারিসে তাঁর সাপোর্ট স্টাফ হিসেবে গিয়েছেন ১০ জন। এতজন সাপোর্ট স্টাফের আদৌও প্রয়োজন আছে কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।