টোকিও অলিম🅷্পিক্সে ভারতের কুস্তি অভিযানের শুরুটা মনে রাখার মতো না হলেও প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে দিলেন রবি কুমার। মঙ্গলবার মেয়েদের ৬২ কেজি বিভাগওের প্রথম বাউটেই হারতে হয়েছিল সোনম মালিককে। তবে বুধবার ছেলেদের ৫৭ কেজি বিভাগের প্রথম ম্যাচে দুরন্ত জয় তুলে নিলেন রবি।
প্রথম বাউটে কলম্বিয়ার অস্কার এদুয়ার্গো টিগেরেরস আ🥃র্বানোকে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে ১৩-২ ব্যবধানে পরাজিত করেন রবি। সেই সঙ্গে তিনি জায়গা করে নেনꦏ কোয়ার্টার ফাইনাল বাউটে।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ ♊রাখুন হি๊ন্দুস্তান টাইমস বাংলায়)
ফার্স্ট পিরিয়ডে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন রবি। রক্ষণ মজবুত করে সুযোগ মতো পয়েন্ট তুলে নেওয়ায় নজর ছিল ভারতীয় তারকার। তবে সেকেন্ড পিরিয়ডে রবি ছিলেন অপ্রতিরোধ্য। পাঁচবার তিনি ২ পয়েন্ট করে সংগ্রহ করেন। সুতরাং ফার্স্ট পিরিডয় থেকে ৩ পয়েন্ট ও দ্বিতীয় পিরিয়ড থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করেন ভারতীয় কুস্তিগীর। দুই প্রতি🍨দ্বন্দ্বীর মধ্যে ব্যবধান ১০ পয়েন্ট ছাড়াতেই টেকনিক🐎্যাল সুপিরিয়রিটির নিরিখে বাউট জিতে যান রবি।
কোয়ার্টার ফ👍াইনাল বাউটে রবি ম্যাটে নামবেন বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনোভ ভ্যাঙ্গেলভের বিরুদ্ধে। বুলগেরিয়ার কুস্তিগীর প্রথম বাউটে আলজেরিয়ার আব্🦂দেলহক খেরবাখকে ১১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।