ঝড়ের গতিতে টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছে গেলেন রবি কুমার দাহ𒆙িয়া। প্রথম বাউটের মতো ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বি♑ভাগের কোয়ার্টার ফাইনাল বাউটেও টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে জয় তুলে নিলেন ভারতীয় কুস্তিগীর।
কোয়া𓃲র্টার ফাইনাল বাউটে রবি ১৪-৪ ব্যবধানে পরাজিত করেন বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনোভ ভ্যাঙ্গেলভকে। সেমিফাইনাল বাউটে রবি কুমারের প্রতিপক্ষ কাজাখাস্তানের নুরিস্ল্যাম সানায়েভ। সেমিফাইনাল বাউটে জিতলেই টোকিওয় পদক জয় নিশ্চিত করবেন রবি।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ🧸 রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
কোয়ার্টার ফাইনালের প্রথম পিরিয়ডে (২+২+২) ৬ পয়েন্ট সংগ্রহ করেন রবি। বুলগেরিয়ান তারকা খাতা খুলতে পারেননি। দ্বিতীয় পিরিয়ডে (২+২+২+২) ৮ পয়েন্ট ঘরে তোলেন ভারতীয় তারকা। জর্জি (২+২) ৪ পয়েন্ট সংগ্রহ করলেও দুই কুস্তিগীরের মধ্যে ১০ পয়েন্টের ব্যবধান হয়ে যাওয়া🤡 মাত্রই বাউট জেতেন রবি কুমার।
উল্লেখ প্রথম বাউটে কলম্বিয়ার অস্কার এদুয়ার্গো টিগেরেরস আর্বানোকে টেকনিক🐻্যাল সুপ💫িরিয়রিটির নিরিখে ১৩-২ ব্যবধানে পরাজিত করেন রবি।
রবি কুমার ছাড়াও ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন ভারতꦬের দীপক পুনিয়া। তিনি কোয়ার্টার ফাইনাল বাউটে পরাজিত করেন চিনে💮র জুসেন লিনকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।