টোকিওয় কুস্তি থেকে পদক জয়ের প্রত্যাশা ছিল ভারতের। দেশবাসীর প্রত্যাশা পূরণ করলেন রবি কুমার দাহিয়া। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন তিনি। পিছিয়ে থেকেও কাজাখাস্তা𝐆নের নুরিস্ল্যাম সꦍানায়েভকে সেমিফাইনাল বাউটে পরাজিত করেন ভারতীয় তারকা।
ফার্স্ট পিরিডয়ে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন রবি কুমার। তবে সেকেন্ড পিরিয়ডের শু🔥রুতেই (২+২+২+২) ৮ পয়েন্ট সংগ্রহ করেন কাজাখ কুস্তিগীর। ফলে ২-৯♓ ব্যবধানে পিছিয়ে পড়তে হয় ভারতীয় তারকাকে।
(টোক♏িও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
সেখান থেকে দুরন্ত কামব্যাক করেন রবি কুমার দাহিয়া। তিনি (১+২+২) ৫ পয়েন্ট সংগ্রহ করে ব্যবধান কমিয়ে ৭-৯ করেন। তার পরেও ভারতীয় তারকার হার প্রায় নিশ্চিত দেখাচ্ছিল। তবে শেষ মুহূর্তে সানায়েভকে ট𓆉েক ডাউন করে (ভিকট্রি বাই ফল) সেমিফাইনাল বাউট জিতে নেন রবি। ফাইনালের টিকিট পকেটে পোরা মাত্রই অন্ততপক্ষে রুপোর পদক নিশ্চিত করলেন ২৩ বছর বয়সী ভারতীয় কুস্তিগীর। চ্যাম্পিয়ন হলে সোনার পদক নিয়ে দেশে ফিরবেন তিনি।
গোল্ড মেডেল ൲বাউটে রবি কুমার ম্যাটে নামবেন দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের বিরুদ্ধে। রাশিয়ান অলিম্পিক সংস্থার অধীনে লড়াই চালানো জাভুর অপর সেমিফাইনালে ইরানের রেজা আত্রিনাঘারচিকে ৮-৩ ব্যবধানে পরাজিত কর♏েন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।