শুভব্রত মুখার্জি :- প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় স্কোয়াড। শুক্রবার দুর্দান্ত একটা দিন গিয়েছে ভারতের কাছে। চার চারটি পদক জিতেছে তাঁরা। যার মধ্যে তিনটি পদক এসেছিল শুটিং রেঞ্জ থেকে। শনিবার আরও একটি পদক যুক্ত হল ভারতের তালিকাতে। ভারত তাদের পঞ্চম পদক পেল এদিন। যার মধ্যে চারটি পদক এল শুটিং রেঞ্জ থেকেই। এদিন ভারতের হয়ে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন রুবিনা ফ্রান্সিস। গতকাল ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছি🥂লেন ভারতের অবনী লেখারা। তিনি গত টোকিও প্যারালিম্পিকস গেমসে জেতা তাঁর সোনার পদক ধরে রাখতে সমর্থ হয়েছিলেন তিনি। এই ইভেন্টেই মোনা আগরওয়াল জিতেছিলেন ব্রোঞ্জ। শনিবার ১০ মিটার এয়ার পিস্তলে বাজিমাত করলেন রুবিনা ফ্রান্সিস। মেয়েꦛদের এয়ার পিস্তল এসএইচ১'এ তিনি দেশের হয়ে জিতেছেন ব্রোঞ্জ।
আরও পড়ুন… আম❀রা আড়াই দিনেই ম্যাচ🐟 জিততে চাই বলে এমনটা হচ্ছে: পিচ নিয়ে হরভজন সিংয়ের বিশেষ পরামর্শ
রুবিনা ফ্রান্সিসকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
প্যারিস প্যারালিম্পিক 2024-এ P2- মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রুবিনা ফ্রান্সিসকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী টুইটারে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘ভারতের জন্য আরেকটি গর্বের মুহূর্ত। প্যারিস প্যারালিম্পিক 2024-এ রুবিনা ফ্রান্সিস P2 – মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। তার অসাধারণ প্রচেষ্টা, দৃ꧃ঢ় সংকল্প এবং সহনশীলতা দর𒊎্শনীয় ফলাফল এনেছে।’
আরও পড়ুন…. ভারতীয় দলে তরুণ দ্রাবিড়! টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-𓆉১৯ দলে জায়গা পেল রাহুল দ্রাবিড়ের ছেলে
এদিন আট জন প্রতিযোগী ফাইনালে খেলেছেন। রুবিনা স্কোর করেছেন ২১১.১ পয়েন্ট। গতকাল এই ইভেন্টের কোয়ালিফিকেশন ছিল । যেখানে সপ্তম স্থানে শেষ করেছিলেন রুবিনা ফ্রান্সিস। ২০১৫ সাল থেকে শুটিং শুরু করেছিলেন রুবিনা। তার নয় বছরের মধ্যে তিনি পেলেন তাঁর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য। ভারতের প্রাক্তন শুটার তথা অলিম্🤪পিক মেডেলজয়ী গগন নারাং তাঁর অনুপ্রেরণা। তাঁকে দেখেই শুটিং শুরু করেছিলেন তিনি। প্রথম দিকে তাঁর বেশ কিছু আর্থিক সমস্যা ছিল। সেই সমস্যা কাটিয়ে উঠে তিনি দুরন্ত কামব্যাক করেন। ২০১৭ সালে তিনি পুনের গান ফর গ্লোরি শুটিং অ্যাকাদেমিতে ভর্তি হন। তাঁর বাবার অক্লান্ত পরিশ্রম ছিল তাঁর স্বপ্নকে সত্যি করতে। যা শনিবার পূর্ণতা পেল প্যারিস ꧅প্যারালিম্পিকসের মঞ্চে এসে।
আরও পড়ুন…. DPL 2024: 💎৬ বলে ছয়টা ছক্কা! যুবরাজকে ছুঁলেন ✱প্রিয়াংশ! ২০ ওভারে ৩০৮/৫ রান তুলল দক্ষিণ দিল্লি
জয়প্রকাশ নৌটিয়ালের প্রশিক্ষণে তিনি নিজেকে তৈরি করেন। তাঁর প্রশিক্ষণেই তিনি মধ্যপ্রদেশ শুটিং অ্যাকাদেমিতে নির্বাচিত হন। এখানে নির্বাচনের পরে তাঁর কেরিয়ার ধীরে ধীরে বদলাতে থাকে। জনপ্রিয় কোচ জসপাল রানার প্রশিক্ষণে তিনি ক্ষুরধার হয়ে ওঠেন। প্রসঙ্গত এই জসপাল রানার প্রশিক্ষণে রুবিনা ফ্রান্সিস তাঁর কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক পেয়েছিলেন। প্রসঙ্গত প্যারিস অলিম্পিক্সেও ভারত শুটিং থেকে মোট তিনটি পদক জিতেছিল। যার মধ্যে জসপাল রানার ছাত🦋্রী মনু ভাকের জিতেছিলেন দুটি ব্রোঞ্জ পদক। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে এবং ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোত সিংকে সঙ্গী করে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।