টানা তিনটি অলিম্পিক্সে পদক জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু প্যারিসে পিভি সিন্ধুর সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তিনটি স্বতন্ত্র অলিম্পিক্সে পদক জিতে প্রথম ভারতীয় অ্ꦍযাথলিট হওয়ার নজির গড়তে পারতেন সিন্ধু। কিন্তু ২০১৬ রিও অলিম্൩পিক্সে তিনি রুপো পেয়েছিলেন। ২০২০ টোকিয়ো গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন। কিন্তু প্যারিসে সিন্ধু নিরাশ করেছেন।
এখন প্রশ্ন হল, সিন্ধু কি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে শক্তিশালী ভাবে প্রত্যাবর্তন করবেন? চার বছর পর তাঁর বয়স হবে ৩৩। এই প্রসঙ্গে বড় দাবি করেছেন ২০১২ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী সাইনা নেহওয়াল।🔴 তাঁর স্পষ্ট বক্তব্য, সিন্ধুর ভবিষ্যতের পারফরম্যান্স তাঁর ফিটনেসের 𒁏উপর নির্ভর করবে।
সাইনা নেহওয়াল টাইমস অফ ইন্ডিয়া.কমকে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘সিন্ধু ভালো খেলেছে। বিংজিয়ায়ো ভালো প্রতিপক্ষ ছিল। যাইহোক বিষয়টি ♏শুধু খেলতে পারার ইচ্ছে নয়, আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার শরীর কী ভাবে আপনাকে সমর্থন করবে, তার উপর নির্ভর করবে। যদি আপনার শরীর আপনাকে সঙ্গ দেয়, তবে🦄 আপনি যতক্ষণ চাইবেন, ততক্ষণ খেলতে পারবেন।’
সিন্ধু এবং নেহওয়াল হলেন একমাত্র ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যাঁরা অলিম্পিক্সে পদক জিতেছেন। লক্ষ্য সেন প্যারিসে একটি পদক অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। প্যারিসে ব্যাডমিন্টনের সিঙ্গলসের সেমিফাইনালে হারের পর, লক্ষ্য ব্রোঞ্জ পদকের ম্যাচেജ মালয়েশিয়ার লি জি জিয়ার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সেই ম্যাচে হেরে যান লক্ষ্য সেন। পদক জয়ের আশা জাগিয়েও তিনি নিরাশ করেন।
আরও পড়ুন: ২১ বছর ২৪ দিন ব♔য়সে অলিম্পিক🌸্সে ব্রোঞ্জ জিতে ইতিহাস আমনের, ভাঙলেন ৮ বছর আগের সিন্ধুর রেকর্ড
এদিকে সিন্ধু কোয়ার্টার ফাইনালে উঠলেও, চিনের হে বিংজিয়ায়োর কাছে হেরে যান ২১-১৯, ২১-১৪ গেমে। সাইনা দাবি করেছেন, ‘সিন্ধু এবং আমি বহু বছর ধরে ভালো পারফর্ম করেছি এবং🉐 ভারতে ব্যাডমিন্টনকে জনপ্রিয় করার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, আরও অল্প বয়স্ক ছেলেরা (যেমন লক্ষ্য সেন) এগিয়ে আসছে এবং ভালো করছে। তবে মেয়েদের ক্ষেত্রে অগ্রগতিতে কিছুটা সময় লা💙গছে। কিন্তু আমার বিশ্বাস, আমরা ভবিষ্যতে আরও অনেক খেলোয়াড়ের উত্থান দেখতে পাব, যারা সাফল্য অর্জন করতে পারে।’
আরও পড়ুন: চোট 🔯না থাকলে আরও চার মিটার বেশি ছুড়তে পারতাম… সোনা হারিয়ে আ⛎ফসোস নীরজ চোপড়ার
প্যারিসে ভারতের মোট ছ'টি পদক পেয়েছে। টোকিয়ো গেমসের তুলনায় একটি কম। টোকিয়োতে মোট সাতটি পদক পেয়েছিল ভারত। ভারতের অনেক ক্রীড়াবিদই যন্ত্রণাদায়ক ভাবে পদক জয়ের কাছাকাছি এসেও, চতুর্থ হয়ে সকলকে নিরাশ করেছেন। শুটার মনু ভাকের ২টি ব্রোঞ্জ পেলেও, ২৫ মিটার পিস্তলে চতুর্থ হয়ে পদক জয়ের হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন। অর্জুন বাবুতা ১০ মিট🌳ার এয়ার রাইফেলে, তীরন্দাজ ধীরজ এবং অঙ্কিতা মিক্সড টিম ইভেন্টে, অনন্ত জিৎ এবং মহেশ্বরী স্ꦗকিট মিক্সড টিম ইভেন্টে, লক্ষ্য সেন ব্যাডমিন্টনের সিঙ্গলসে, এবং মীরাবাই চানু ভারোত্তোলনে চতুর্থ স্থান অধিকার করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।