১২ বছর পর অলিম্পিক্স থেকে ব্যাডমিন্টনে এল না কোনও পদক। শেষ তিনটি অলিম্পিক্সে ব্যাডমিন্টন থেকে পদক এসেছে। ব্যাডমিন্টন থেকে ভারতকে প্রথম অলিম্পিক্স পদক এনে দেন সাইনা নেহওয়াল। সাইনা ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সের মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। এর পর ২০১৬ সালে রিও অলিম্পিক্সে মহিলা সিঙ্গলসে রুপো জেতেন পিভি সিন্ধু। ২০২০ টোকিয়োতে মহিলাদে💫র সিঙ্গলসে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন সিন্ধুই।
কিন্তু ২০২৪ প্যারিসে অধরা থাকল ব্যাডমিন্টন থেকে পদক। সোমবার লক্ষ্য সেন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ হারতেই ব্যাডমিন্টন থেকে ভারতের পদক পাওয়ার শেষ আশাটুকুও ধুয়েমুছে গেল। আর এর পরেই ক্ষোভে পেটে পড়লেন প্রাক্তন তারকা শাটলার প্রকাশ পাড়ুকোন।
আরও পড়ুন: ভারতের আবেদন খারিজ করল FIH, জার্মা🌼নির বিরুদ্ধে সেমিফাইনাল খেলা হচ্ছে না অমিত র🍸ুইদাসের
এর আগে মহিলাদের সিঙ্গলসে আশা জাগিয়েও বিদায় নিয়েছেন পিভি সিন্ধু। এইচএস প্রণয় তো ছেলেদের সিঙ্গলসে লক্ষ্যের কাছ🦩ে হেরে ছিটকে গিয়েছে। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটিও ডাবলস থেকে ছিটকে গিয়েছꦡে। আর প্যারিস অলিম্পিক্সের দশম দিন পদক জয়ের শেষ আশাটুকুও শেষ হয়ে গেল, লক্ষ্য সেন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ হারায়। এর পর প্রকাশ পাড়ুকোন দাবি করেছেন, সরকার প্লেয়ারদের জন্য অনেক কিছু করছে, এবার খেলোয়াড়দের ফিরিয়ে দেওয়ার পালা। আর প্লেয়াররা সেটা পারছেন না বলেই ক্ষুব্ধ হয়ে পড়েছেন প্রকাশ পাড়ুকোন।
আরও পড়ুন: অলিম্পিক্সে রেফারিংয়ের মান নিয়ে IOC-র কাছে ꧃অফিসিয়াল অভিযো😼গ জানাল ক্ষুব্ধ হকি ইন্ডিয়া
লক্ষ্যের হারের পর এদিন প্যারিসে প্রকাশ পাড়ুকোন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি কিছুটা হতাশ যে, আমরা ব্যাডমিন্টন থেকে এবার একটিও পদক পেলাম না।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা তিনটি পদকের দাবীদার ছিলাম। তার মধ্যে অন্তত একজন পদক পেলে আমি খুশি হতাম। আমি ব্যক্তিগত ভাবে হতাশ। এবার কিন্তু সরকার, সাই এবং ফেডারেশন- সবাই তাদের কাজ করেছে। সুতরাং, আমার এদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই… সরকার যা করেছে, ক্রীড়া মন্ত🐻্রণালয়, শীর্ষস্থানীয়রা যা করেছে, তার চেয়ে বেশি কেউ কিছু করতে পারত বলে, আমি মনে করি না। এবার খেলোয়াড়দেরও কিছু দায়িত্ব নেওয়ার সময় এসেছে।’
আরও পড়ুন: এক অলিম্পিক্স থেকে চারটি সোনা, ফেল্পসের কꦉোচের হাত ধরে তাঁরই নজির স্পর্ꦦশ করলেন ফরাসি সাঁতারু
এখানেই না থেমে প্রকাশ আরও বলেছেন, ‘এত বছর আমরা বলে এসেছꦕি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা বা উৎসাহ ছিল না। কিন্তু, এখন সেরকম কোনও সমস্যা নেই। সব রকম সুযোগ সুবিধে দেওয়া হচ্ছে। বিশেষ করে সেরা ৩০ জন খেলোয়াড়কে। আমি শুধু ব্যাডমিন্টনের কথা বলছি না। সব খেলার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। শীর্ষ ৩০-৪০ জন ক্রীড়াবিদ, যাদের পদক জয়ের সম্ভাবনা ছিল, তারা যা চেয়েছিল তাই 🔯দেওয়া হয়েছিল। কখনও কখনও অযৌক্তিক দাবি থাকলেও, সেগুলো পূরণ করা হয়েছে। কিন্তু ফল কোথায়?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।