ভারতের আবেদনের পরেও অমিত রুইদাসের উপর এক ম্যাচ নির্বাসনের শাস্তি বহাল থাকল। রবিবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে লালকার্ড দেখেছিলেন তিনি। লালকার্ড দেখার পর এক ম্যাচ নির্বাসনের শাস্তি পেতে হয় অমিতকে। রবিবার রাতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল আন্তর্জাতিক হকি সংস্থা। তবে 😼পালটা এর বিরুদ্ধে আবেদন করা হয়েছিল ভারতের তরফে। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করা হয়নি। এবং 𒅌অমিত রুইদাসের উপর এক ম্যাচ নির্বাসনের শাস্তি বহাল থাকল।
আরও পড়ুন: অলিম্পিক্সে রেফারিংয়ের মান ন🉐িয়ে IOC-র কাছে অফিসিয়াল অভিযোগ জানাল ক্ষুব্ধ হকি ইন্ডিয়া
আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) দলের তারকা ডিফেন্ডার অমিত রুইদাসের এক ম্যাচের স্থগিতাদেশের বিরুদ্ধে ভারতের আবেদন খারিজ করেছে। এই রায়ের অর্থ হল অমিত মঙ্গলবার জার্মানির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচটি মিস করবেন। সেক্ষেত্রে ভারতকে মাত্র ১৬ জনের পরিবর্তে ১৫ জন খেলোয়াড় নিয়ে খেলতে হবে। এফআইএইচ-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘৪ অগস্ট ভারত বনাম গ্রেট ব্রিটেন ম্যাচ চলাকালীন এফআইএইচ-এর আচরণবিধি লঙ্ঘনের জন্য অমিত রুইদাসকে এক ম্যাচের জনඣ্য সাসপেন্ড করা হয়েছিল। সাসপেনশনের ফলে ম্যাচ নং ৩৫-এ (জার্মানির বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচ) অমিত রুইদাস অংশগ্রহণ করতে পারবেন না এবং ভারত ১৫ জন খেলোয়াড়ের স্কোয়াড নিয়ে খেলবে।’
ফুটবল ম্যাচের ক🎶্ষেত্রে লাল কার্ড দেখলে পরের ম্যাচে নির্বাসন স্বাভাবিক ঘটনা। কিন্তু হকিতে লাল কার্ড দেখলে সাধারণত আম্পায়ারের রিপোর্ট দেখা হ🦄য়। তার পর টেকনিক্যাল কমিটি সেই ঘটনা আবার খতিয়ে দেখে নিজেদের সিদ্ধান্তের কথা জানান। অমিতকে নির্বাসিত করে সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে পাল্টা আবেদন করে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেছিল ভারত। যেটা কার্যকরী হয়নি।
আরও পড়ুন: এক অলিম্পিক্স থেকে চার💜♔টি সোনা, ফেল্পসের কোচের হাত ধরে তাঁরই নজির স্পর্শ করলেন ফরাসি সাঁতারু
ভারত-গ্রেট ব্রিটেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভিডিয়ো আম্পায়ার বেঞ্জামিন গয়েন্টজেনের পরামর্শে দ্বিতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়েছিল ভারতীয় দলের রক্ষণের বড় ভরসা অমিত রুইদাসকে। টেলি��ভিশন রিপ্লেতে দেখা গিয়েছে বল দখলের লড়াইয়ের সময় রুইদাসের স্টিক ব্রিটেনের এক খেলোয়াড়ের মাথায় লেগে যায় অসাবধানতাবশত। বেঞ্জামিন দক্ষিণ আফ্রিকার ফিল্ড আম্পায়ার সিন রাপাপোর্টকে বল🌌েন ‘ইচ্ছাকৃত আঘাত’ করা হয়েছে। তিনি লাল কার্ড দেখানোর সুপারিশ করেন। শেষ পর্যন্ত অমিত লালকার্ড দেখায়, ভারত ১০ জন হয়ে পড়ে। তাতেও অবশ্য ভারতকে রোখা যায়নি। ভারত ম্যাচের নির্দিষ্ট সময়ে ১-১ ফল ধরে রাখে। এবং এর পর শুট আউটে ম্যাচ গেলে, পিআর শ্রীজেশ দলের নায়ক হয়ে দলকে জিতিয়ে হকি টার্ফ ছাড়েন।
আরও পড়ুন: আলকারাজকে অলিম্পিক্সে হারিয়ে অবশেষে গোল্🤪ডেন স্লাম পূরণ জোকোভিচের
শেষ আটের ম্যাচ ভারত জিতলেও, হকি ইন্ডিয়া চলতি প্যারিস অলিম্পিক গেমসে আম্পাಞয়ারিং এবং সিদ্ধান্ত গ্রহণের গুণমান নিয়ে আনুষ্ঠানিক ভাব꧒ে অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, ১) তারা সামঞ্জস্যপূর্ণ ভিডিয়ো দেখে আম্পায়ারোর পর্যালোচনা, বিশেষ করে একজন ভারতীয় খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তের বিষয়ে, যা ভিডিয়ো পর্যালোচনা সিস্টেমের উপর আস্থাকে নষ্ট করা, ২) শুট-আউটের সময় গোলপোস্টের পিছনে থেকে ব্রিটেনের গোলকিপারকে কোচিং স্টাফের নির্দেশ দেওয়া, এবং ৩) শুট-আউটের সময় ব্রিটেনের কিপারের ট্যাবলেটের ব্যবহার- এই অভিযোগগুলি দায়ের করা হলেও, এর ভিত্তিতে আদৌ কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হবে, সেই সম্পর্কে কিছু জানা যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।