শুভব্রত মুখার্জি
করোনাভাইরাসে কারণে সারা বিশ্বের অলিম্পিয়ানদের অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত একটা বছর। সেই জায়গায় দাঁড়িয়ে টোকিও গেমসে সেরা পারফরম্যান্সটা তুলে ধরা একেবারেই সহজ কাজ নয়। বাঙালি মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও ব্যাপারটা একেবারেই সহজ ছিল না। সুইডেনের প্রতিপক্ষের বিরুদ্ধে অলিম্পিক্সের মতন বড় মঞ্চে ৩-১ ফলে পিছিয়ে থেকেও যেভাবে ৪-৩ ফলে ম্যাচ জিতলেন বাঙালি কন্যা সুতীর্থা, তা এক কথায় কুর্নিশযোগ্য। আর তার এই অনবদ্য পারফরম্যান্সের নে𓆏পথ্য 'কারিগর' হলেন এক অলিম্পিয়ান। তাও আবার বাঙালি অলিম্পিয়ান।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
শনিবাসরীয় সকালে টোকিওতে পিছিয়ে পড়েও যে লড়াইটা সুতীর্থা করলেন, তা দীর্ঘদিন মনে থাকবে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। বিপক্ষের সুইডিশ প্যাডলারকে হারিয়ে টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন সুতীর্থা। লিন্ডা বার্গস্ট্রোমের বিরুদ্ধে প্রথম সেটে ৫-১১ ফলে হারেন সুতীর্থা। দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন। ১১-৯ ফলে জিতে ম্যাচ ১-১ ফলে টাই করেন। তৃতীয় ও চতুর্থ রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই করেও হারতে হয় সুতীর্থাকে । ৩-১ ব্যবধানে সুতীর্থা পিছিয়ে পড়ায় মনে করা হচ্ছিল, তাঁর অলিম্পিক অভিযান হয়ত প্রথম দিনেই শেষ হয়ে যাবে। তখন এক অ🥂ন্য কাহিনী লিখতে শুরু করেন তিনি। টানা তিন সেটে ১১-৩,১১-৯ ও ১১-৫ ফলে জিতে ৩-১ ফলে পিছিয়ে পড়া থেকে শুরু করে ৪-৩ ফলে ম্যাচটি জয় নিশ্চিত করেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।