টোকিও অলিম্পিক্সে মোট সাতটি পদক জিতেছে ভারত। অলিম্পিক্সের ইতিহাসে সেরা পারফরমেন্স করেছে নীরজ চোপড়ারা। টোকিও অলিম্পিক্সের সকল পদক জয়ী ক্রীড়াবিদদের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ পুরস্কারে ভরিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রিয় সরকার থেকে রাজ্য সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বেসরকারি সংস্থা, সকল জায়গা থেকেই পদক জয়ীদের জন্য আসছে বহু পুরস্কার। শুধু পুরস্কার কেন, বহু উপহারও পাচ্ছেন অলিম্পিক্সের পদক জয়ীরা। কেউ আর্থিক পুরস্কার তো কেউ চাকরি, পিজা থেকে গাড়ি পদক জয়ী অ্যাথলিটদের জন্য দেশের বিꦑভিন্ন প্রান্ত থেকে আসছে বহু পুরস্কার। কিছুদিন আগেই অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার জন্য বিশেষ XUV700 লাক্সারি এসইউভি গাড়ি উপহার দেওয়ার কথা জানিয়েছেন মহিন্দ্রা কোম্পানির চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা।
কিন্তু এবার উল্টো পথে হাঁটছে টাটা&nb🅠sp;গোষ্ঠী। ব্যাতিক্রমী দৃষ্টান্ত তৈরি করতে চলেছে তারা। যেই সব ভারতীয় অলিম্পিয়ানরা টোকিও অলিম্পিক্সে একটুর জন্য পদক জিতত🀅ে পারেননি কিন্তু পদক জয়ের কাছে পৌঁছে ছিলেন তাদের জন্য বিশেষ উপহার দিতে চলেছে টাটা কোম্পানি। যারা অলিম্পিক্সের পদক জয়ের অনেকটা কাছে পৌঁছেও পদক জয় করতে পারেননি, এ বার সেই ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ দিতেই এগিয়ে এল টাটা গোষ্টী। এ বার সেই সব অ্যাথলিটদের পাশে দাঁড়াচ্ছেন তারা।
টাটার তরফ থে𝄹কে বলা হয়েছে কমলপ্রীত কৌর, অদিতি অশোক, মেরি কম, দীপিকা কুমারি অথবা ভারতীয় মহিলা হকি দলের জন্য তারা বিশেষ গাড়ি উপহার দেওয়া হবে। যেই সব ভারতীয় অলিম্পিয়ানরা ওটোকিও অলিম্পিক্সে পদক হাতছাড়া করেছেন তাদের টাটা মটরসের তরফ থেকে টাটা আল্ট্রোজ গাড়ি উপহার দেওয়া হবে। ক্রীড়াবিদদের অনুপ্রেরণা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।