ছেলেদের শট পাটেরꦯ ফাইনালে উঠতে পারলেন না তাজিন্দরপাল সিং তুর। ভারতীয় অ্যাথলিট কোয়ালিফিকেশন রাউন্ডের গ্রুপ-এ'র লড়াইয়ে নেমেছিলেন। মোট ১৬ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন এই গ্রুপে। ১৬ জনের মধ্যে ১৩ নম্বরে থেকে কোয়ালিফিকেশ💖ন রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় তারকা।
গ্রুপ-বি'তে রয়েছেন আরও ১৫ জন অ্যাথলিট। দু'টি গ্রুপের মোট ৩🅰১জন অ্যাথলিটের মধ্যে ফাইনালে উঠবেন ১২ জন। কোয়ালিফাইং রাউন্ডে ২১.২০ মিটার দূরে ছুঁড়তে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত করা যাবে। অথবা দু'টি গ্রুপ থেকে সর্বোচ্চ দূরত্বে ছোঁড়া মোট ১২ জন অ্যাথলিট ফাইনালের যোগ্যতা অর্জন করবেন।
তাজিন্দরপাল সিং তুরের ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স হল ২১.৪৯ মিটার। সুতরাং, টোকিওয় নিজের সেরা পারফর্ম্যান🤪্স মেলে ধরতে পারলে ফাইনালের টিকিট নিশ্চিত করতে অ🤪সুবিধা হতো না তাঁর। যদিও তেমনটা করে দেখাতে পারেননি তাজিন্দর।
প্রথম প্রচেষ্টা: একেবারে প্রথম প্রতিযোগী হিসেবে ইভেন্ট শুরু করেন তাজিন্দর। প্রথম প্রচেষ্টায় তিনি ১৯.৯৯ মিট❀ার দূরে নিক্ষেপ করেন। প্রথম রাউন্ডের শেষে ৬ নম্বরে ছিলেন ভারতীয় তারকা। প্রথম প্রচেষ্টায় ২১.২০ মিটারের যোগ্যতামান ছুঁতে পারেননি কেউই। সবথেকে বেশি ২১.০০ মিটার দূরে থ্রো করেন ব্রাজিলের দারলান রোমানি।
দ্বিতীয় প্রচেষ্টা: তাজিন্দর দ্বিতীয় প্রচেষ্টায় ফাউল থ্রো করেন। ফলে পারফর্ম্যান্সে উন্নত🦄ি করতে পারেননি তিনি। দ্বিতীয় রাউন্ডের শেষে ১২ নম্বরে পিছিয়ে যান তাজিন্দর। ব্রাজিলের দারলান রোমানি দ্বিতীয় প্রচেষ্টায় ২১.৩১ মিটার থ্রো করে ফাইনালের টিকিট ন꧒িশ্চিত করেন।
তৃতীয় প্রচেষ্টা: তাজিন্দর তৃতীয় প্রচেষ্টাতেও ফাউল থ্রো করেন। প্রথম প্রচ𒁏েষ্টায় ১৯.৯৯ মিটার থ্রো করে ১২ জন সেরা অ্যাথলিটের মধ্যে থাকা সম্ভব হয়নি ভারতীয় তারকার পক্ষে। ফলে শট পাটে তাঁর অভিযান শেষ হয়ে যায়। তৃতীয় রাউন্ডের শেষে তাজিন্দর থাকেন ১৬ জনের মধ্যে ১৩🌠 নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।