অলিম্পিক্সের পরেই কি টেনিস কোর্ট থেকে সরে দাঁড়াবেন সানিয়া মির্জা? হঠাৎ করেই এমন জল্পনা শুরু হয়ে গিয়েছে। আসলে দেখতে দেখতে ৩৪ বছর হয়ে গিয়েছে সানিয়া মির্জার। এর পর কি তিনি আর পারবেন নিজের ফর্ম ধর💯ে রাখতে? এই নিয়ে চলছে নানা আলোচনা। তার মাঝেই অবশ্য সানিয়া জানিয়ে দিলেন, এখনও টেনিসকে বিদায় জানানোর কথা তিনি ভাবেননি।
সানিয়া বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমি এখনও নিজেও ঠিক করে কিছুই জানি না। তবে এখনও সরে দাঁড়ানোর পরিকল্পনা করিনি। এটা ঠিক, অন্য পেশার ক্ষেত্রে ৩৪ খুবই কম বয়স। কিন্তু অ্যাথলিটদের ক্ষেত্রে অবশ্য সেটা একেবারেই নয়। বরং উল্টো। এটা ফ্🐟যাক্ট। এবং এটাকে মেনে নিতে হবে। আমি অবাস্তবটা ভাবি না। আমি খুবই বাস্তববাদী। এ🌼বং সেটাকেই ধরে রাখতে চাই।’
এরই সঙ্গে হায়দরাবাদী সুন্দরী যোগ করেছেন, ‘সত্যি কথা বলতে আমার ৩৪ হয়ে গিয়েছে। আমি জানি না আর কত দিন খেলতে পারব। আমি যখন রোজ সকালে ঘুম থেকে উঠে, এই ভাবনাটা কিন্তু আমাকে যন্ত্রণা দেয়। আমি জানি না, পরের দিনটাও আমি পাব কিনা। আমার তিনটে অস্ত্রোপচার হয়েছে। আমা🔯র একটা সন্তান রয়েছে। আমি টেনিস খেললে ১০০ শতাংশই দিতে চাইব। শুধুমাত্র টেনিস খেলতে হবে বলে, আমি খেলব, এমনটা একেবারেই নয়।’
এর পরেই অবশ্য সকলকে কিছুটা আশ্বস্ত করে সানিয়া বলেছেন, ‘অবসর নꦰেওয়ার কোনও পরিকল্পন📖া আমার এখনও নেই। আমার শরীর এখনও ঠিক রয়েছে। এটা স্বস্তির। আমি নিজেও ফিট এখনও। তাই আপাতত খেলে যেতে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।