শুভব্রত মুখার্জি
নাটকীয়তায় ভরা লং জাম্পের ফাইনালের সাক্ষী থাকল টোকিও অলিম্পিক্স। এতটাই টানটান উত্তেজনাতে ভরা ছিল এই ফাইনাল যে একেবারে শেষ জাম্প পর্যন্ত গড়ায় লড়াই। সেখানেও কার্যত 💧অমীমাংসিত ছিল এই ফাইনাল। অবশেষে কাউন্টব্যাকে জয়ী ঘোষণা করা হয় গ্রিসের লং জাম্পার মিল্টিয়াডিস টেন্টোগ্লুকে।
নিজের শেষ জাম্পে টেন্টোগ্লু ৮.৪১ মিটারের ঝাপ দেন। উল্লেখ্য, গ্রিসের প্রতিযোগীর এই শেষ ঝাপ দেওয়ার আগে পর্যন্ত কিউবার জুয়ান মিগুয়েল একেভারিয়💯া লিডে ছিল♑েন। তিনি অবশ্য চোটের কারণে তার শেষ ঝাপটি দিতে পারেননি।
টোকিও আসার আগে ৮.৬০ মিটার ঝাপ দিয়ে বিশ্বে টেন্টোগ্লু প্রথম স্থানে ছিলেন। কিন্তু টোকিওতে তিনি তার প্রথম দিকে🌞র ঝাপগুলোতে যেন কোনভাবেই ফর্ম খুজে পাচ্ছিলেন না। বলা যায় প্রথমদিকের ঝাপগুলোর পরে তিনি মেডেল পজিশ💯নের বাইরেই ছিলেন। তবে তার শেষ ঝাপটি অবশ্য সবকিছু বদলে দেয়।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপড💯েটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।