৭ ফেব্রুয়ারি ১৯৯৯, অর্ধাৎ ২৩ বছর আগে ঠিক আজকের দিনেই কিংবদন্তি অনিল কুম্বলে টেস্ট ক্রিকেটে এমন এক রেকর্ড গড়েন, যা ছোঁয়া গেলেও ভাঙা যাবে না কোনও দিন। টেস্ট ক্রিকেটে একজন বোলারের চূড়ান্ত লক্ষ্য বলে যদি কিছু হয়, তবে কুম্বলে পৌঁছে 𓃲গিয়েছিলেন সেই শৃঙ্গেই।
টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দিনটিকে চিরস্মরণীয় করে কুম্বলে এক ইনিংꦺসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন কর🔯েছিলেন এই দিনেই। দিল্লি টেস্টের শেষ ইনিংসে পাকিস্তানের দশজন ব্যাটসম্যানকেই সাজঘরে ফিরিয়েছিলেন জাম্বো।
জিম লেকারের পর ইতিহাসের দ্বℱিতীয় বোলার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেছিলেন কুম্বলে। পরের ২২ বছর এমন নজির আর কেউ গড়তে পারেননি। অবশেষে গত বছর মুম্বই 𒊎টেস্টে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন।
কুম্বলে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার বল করে ৯টি মেডেন-সহ ৭৪ রানের বিনিময়ে ১০টি উইকেট দখল করেন। টেস্টের এক ইনিংসে ১০টির বেশি উইকেট নেওয়া ෴কোনওভাবেই সম্ভব নয়। তাই উইকেট সংখ্যার নির🐷িখে কুম্বলের এই রেকর্ড টপকানোও সম্ভব নয়, ছোঁয়া যায় মাত্র।
খরচ করা রানের নিরিখে সেরা বোলিং পারফর্ম্যান্স নির্ধারণ করা হলে কুম্ব🐈লের এই বোলিং পারফর্ম্যান্স সর্বকালীন তালিকায় দ্বিতীয় স্থানে থাকবে। জিম লেকার ১৯৫৬ সালে ম্যাঞ্চেস্টারে অস💝্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে নিয়েছিলেন ৫৩ রানে ১০ উইকেট। আজাজ মুম্বইয়ে নেন ১১৯ রানে ১০ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।