পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানে, বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছিল। ভারতীয় সেনা জানিয়েছে, মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান এই হামলায় আট জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে।
বোমা ফেলা হয়েছে শোয়েব মালিকের শহরে
এভাবেই শেষমেশ ভারত পহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ থেকে পাকিস্তানের ১০০ কিলোমিটার ভেতরে বাহাওয়ালপুর পর্যন্ত সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে। এর পর এই খবর গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় আক্রমণ করেছিল, যার মধ্যে একটি হল প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিকের শহর। ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপের পর, কিংবদন্তি ভারতীয় টেনিস খেলোয়াড় এবং শোয়েব মালিকের প্রাক্তন স্ত্রী সানিয়া মির্জাও তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
৬-৭ মে রাতে ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনী যৌথ ভাবে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের অনেক জায়গায় সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে। এই গোপন আস্তানাগুলির মধ্যে কিছু পাকিস্তানের অন্যতম প্রধান শহর শিয়ালকোটেও ছিল। শিয়ালকোট মূলত পাকিস্তানের ক্রীড়া ভূমি হিসেবে পরিচিত, যেখানে কেবল বিভিন্ন খেলার সরঞ্জামই তৈরি হয় না, বরং অনেক খেলোয়াড় এই শহর থেকে উঠে এসেছেন। এবং বিভিন্ন ক্রীড়ায় পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন।
আরও পড়ুন: IPL-এ বিরাট রেকর্ড গড়লেন স্কাই, সচিনের নজির চুরমার করে ইতিহাস লিখলেন MI ব্যাটার
কী বললেন সানিয়া?
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার শোয়েব মালিকও শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু শোয়েব মালিকের শহরকেই ভারতে সন্ত্রাসী ঘটনা ঘটানোর জন্যও ব্যবহার করা হয়েছিল। আর এই শহরে নির্মিত জঙ্গিদের কিছু আস্তানা ভারতীয় সেনাবাহিনী একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এই হামলার পর বুধবার (৭ মে) সকালে, ভারতীয় সেনাবাহিনী এক সংবাদি সম্মেলনে এই হামলার তথ্য দেয়। সানিয়া মির্জাও এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সানিয়া মির্জা ইন্সটা স্টোরিতে ইন্ডিয়ান আর্মি প্রেস কাউন্সিলের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই অত্যন্ত শক্তিশালী ছবির মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে তা স্পষ্ট ভাবে বর্ণনা করে যে আমাদের দেশ কেমন।’

প্রসঙ্গত, সানিয়া মির্জার সঙ্গে ২০১০ সালে শোয়েব মালিকের বিয়ে হয়েছিল। তাদের দু'জনের ইজহান নামে একটি ছেলেও রয়েছে। তবে এই বিয়ে টেকেনি। ২০২৩ সালে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ হয়।