শুক্রবার (৪ মার্চ) রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। ২৪ বছর পর পড়শি দেশে অজিদের এই সফর নিয়ে উত্তেজনার✱ অন্ত নেই। তবে সিরিজ শুরুর আগেই করোনা আবার নিজের থাবা বসাল।
দিন দুয়েক আগেই পাকিস্তানের তারকা বোলার হ্যারিস রউফের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। এবার অজি শিব🦋িরেও থাবা বসাল করোনা। অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং পরামর্শদাতা ফাওয়াদ আহমেদ করোনার কবলে পড়েছেন। ফাওয়াদের মধ্যে আগে থাকেই অল্প স্বল্প করোনার লক্ষণ দেখা যাচ্ছিল। তারপর তাঁর টেস্ট করা হলে সেই টেস্টেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে ধরা পড়েন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘হোটেলে এসে ফাওয়াদ যেন নিভ⛄ৃতবাসে যায়, তা দলের মেডিক্যাল টিম সুনিশ্চিত করেন এবং মৃদু লক্ষণ দেখানোর পর পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সরকারের নিয়ম অনুযায়ী ওকে পাঁচদিন নিভৃতবাসে থাকতে হবে এবং পরপর দুইবার পরীক্ষার ফল ♐নেগেটিভ আসলে তবেই উনি নিভৃতবাস থেকে বার হতে পারবেন।’
ওই একই বিবৃতিতে জানানো হয় অস্ট্রেলিয়া দলের সদস্যরা নিয়মিতভাবে নিজেরা পরীক্ষা তো করেনই, এমনকী বাইরের ডাক্তারাও নির্দিষ্ট অন্তরালে তাদের পরীক্ষা করেন। পাকিস✃্তান ও অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি যথাক্রমে আব্দুল কাদির ও রিচি বেনোর নামে এই সিরিজের নামকরণ করা বেনো-কাদির ট্রফি করা হয়েছে। এই দুই দলের মধ্যেকার প্রতি টেস্ট সিরিজের শেষে জয়ী দলের হাতে এই ট্রফি তুলে দেওয়া হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।