পাকিস্তানের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান এবং জিমি নিশাম দুরন্ত ছন্দে গড়ে ফেললেন নজির। পাকিস্তানের বোলারদের কাঁদিয়ে তাঁদেরই দে🧸শের তারকাদের করা বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দিলেন কিউয়ি জুটি।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইত♌িহাসে পঞ্চম উইকেটে জুটিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন চ্যাপম্যান এবং নিশাম। পাকিস্তানের বিরুদ্ধে তাঁরা পঞ্চম টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে ১২১ রান যোগ করেন। পঞ্চম উইকেটে এই পার্টনারশিপ এখন সর্বোচ্চ। তাঁরা ভেঙে দিয়েছেন পাকিস্তানের মিসবাহ-উল-হক এবং শোয়েব মালিকের পঞ্চম উইকেটে করা ১১৯ রানের বিশ্বরেকর্ড। শুধু পাকিস্তানের দুই তারকা নন, আয়ারল্যান্ডের জর্জ ডকরেল এবং কার্টিস ক্যাম্পার জুটিও ১১৯ রানের পার্টনারশিপ করেছিল। যৌথ ভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে এই দুই জুটির করা পার্টনারশিপই এত দিন সর্বোচ্চ ছিল, যে রেকর্ড ভেঙে দিল চ্যাপম্যান-নিশাম জুটি।
আরও পড়ুন: IPL-এ দুরন্ত ছন্দে থাকার পুরস্কার, WTC ফাইনালের স্কোয়া꧂ডে রাহানে,ডাক পেলেন না ঋদ্ধি
সোমবার চ্যাপম্যান দুরন্ত ছন্দে ছিলেন। তিন🦄ি টি-টোয়ജেন্টি ক্রিকেটের সেরা বোলারদের একেবারে কাঁদিয়ে ছেড়েছেন। শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হ্যারিস রউফদের পিটিয়ে মাত্র ৫৭ বলে অপরাজিত ১০৪ রান করে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন চ্যাপম্যান। ১৯৪ রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এটি।
আরও পড়ুন: কপাল প♕ুড়ছে LSG-র, দুরন্ত ছন্দে থাকা ব্রিটিশ পেসার ফিরে যাচ্ছেন দেশে
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ফের ব্যর্থ হন পাক 🐟অধিনায়ক বাবর আজম। ওপেন করতে নেমে ১৮ বলে মাত্র ১৯ রান করেই সাজঘরে ফেরেন তিনি। ব্লেয়ার টিকনারের বলে উইল ইয়াং ক্যাচ ধরেন। শুরুতেই বাবরের উইকেট হারালেও, হাল ধরে রেখেছিলেন আর এক ওপেনার মহম্মদ রিজওয়ান। তিন ৬২ বলে অপরাজিত ৯৮ করে পাকিস্তানের স্কোর দু'শোর কাছাকাছি নিয়ে যান। তাঁকে প্রথমে সাহায্য় করেন ইফতিকার আহমেদ এবং পরে ইমাদ ওয়াসিম। ২২ বলে ৩৬ করেন ইফতিকার। ১৪ বলে অপরাজিত ৩১ করেন ইমাদ। পাকিস্তান নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে। নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার ৩ উইকেট নেন। আর ১ উইকেট নেন ইশ সোধি।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা একেবারে ভালো করেনি নিউজিল্যান্ড। মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল তারা। ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটারই চূড়ান্ত হতাশ করেন। টম লাথামকে (০) তো প্রথম বলেই সাজঘরে ফেরান শাহিন আফ্রিদি। এর পর চাদ বোয়েস (১৯), উইল ইয়ং (৪), ড্যারিল মিচেল (১৫) দ্রুত সাজঘরে ফেরেন। তবে দলের হাল শক্ಞত হাতে ধরে রাখেন চ্যাপম্যান। তাঁকে যোগ্য সঙ্গত করেন জেমস নিশাম। পঞ্চম উইকেটে অপরাজিত ১২১ রান করেন তাঁরা। চ্যাপম্যানের সেঞ্চুরির পাশাপাশি ২৫ বলে অপরাজিত ৪৫ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলে দলের জয়ের পথ সুগম করেন নিশামও। ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান করে ফেলে নিউজিল্যান্ড। পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং ইমাဣদ ওয়াসিম ২টি করে উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।