শুভব্রত মুখার্জি
পাকিস্তান বনাম ভারত পুরুষ বা মহিলা ক্রিকেটের দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ বেশ কয়েক বছর হল বন্ধ হয়ে গিয়েছে। দু'দেশের কূটনৈতিক সম্পর💎্কের অবনতি ঘটার পর থেকেই আর ভারত পাকিস্তান সফরে বা পাকিস্তান ভারত সফরে কোন পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি। তবে সম্প্রতি বাংলাদেশের বুকে এক ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। আর সেখানে ভারতীয় দৃষ্টিহীন দলকে ৬২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল পাকিস্তানের দৃষ্টিহীন দল।
রবিবার প্রথমে ব্যাট করে ১৫ ওভারে তিন উইকেটে ১৭৪ রান তোলে পাকিস্তান। জবাবে সাত 🍸উইকেটে ১১২ রানের বেশি তুলতে পারেনি ভারত। ম্যাচের সেরা হয়েছেন নিসার আলি।
সিরিজের প্𝓰রথম ম্যাচেও পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। সেই ম্যাচে ভারত অধিনায়ক অজয় রেড্ডি ট🌊সে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বল করতে এসে ভারতীয় বোলাররা চাপে ফেলে দিয়েছিলেন পাকিস্তানকে। ইনিংসের দ্বিতীয় বলে পাকিস্তান ওপেনার মহম্মদ রশিদ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। জাফর ইকবালও মাত্র ছ'রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপরে নিসার আলি এবং মইন আসলাম ৫৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনেছিলেন। নিসার ৩৩ এবং মইন ৩০ করে আউট হয়ে গিয়েছিলেন। বদর মুনির ২৭ বলে ৫০ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ন'উইকেট হারিয়ে পাকিস্তান ১৮৫ রান করেছিলেন। অধিনায়ক রেড্ডি দুটি উইকেট নিয়েছিলেন।
১৮৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের হয়ে ভালো শুরু করেছিলেন ওপেনাররা। ভেঙ্কটেশ ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। ১৮ বছরের মহম্মদ শাহজিব নিজের চার ওভারে ম্যাচের রং বদলে দিয়েছিলেন। তিনি দুটি উইকেট তুলে নেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ভারতীয় ব্যাটসম্যানরা মা𝄹ত্র ১২৭ করতে সমর্থ হয়েছিলেন। ফলে ৫৮ রানে ম্যাচটি জিতে যায় পাকিস্তানের দৃষ্টিহীনদের ক্রিকেট দল। বদর মুনিরকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।