৬, ৬, ৬, ৬, ৪, ৬ - পাকিস্তানের একটি টুর্নামেন্টে ঝড় তুললেন বোলার উসামা মীর। অর্থাৎ ওই এক ওভারে ৩৪ রান তোলেন। সবমিলিয়ে ঘানি রমজান টার্নিতে মাত্র ২০ বলে ৬৬ রান করেন মীর। যে ইনিংসের পর পাকিস্তানের নেটিজেনদের একাংশের বক্তব্য, পꦡাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ হতে চলেছেন তিনি। সেইসঙ্গে ওই ওভারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
পবিত্ꩲর রমজান মাসের সময় যে টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় করাচি ওয়ারির্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২৩৬ রান তোলে ঘানি ইনস্টিটিউট অফ ক্রিকেট (জিআইসি)। যেটা সম্ভব হয়েছে মীরের বিধ্বংসী ইনিংসের জন্য। যিনি ২০ বলে ৬৬ রান করেন। সেইসঙ্গে ১৬ তম ওভারে ৩৪ রান তোলেন। ওই ওভারে বল করছিলেন রিস্ট স্পিনার ইমরান। প্রথম চারটি বলে ছক্কা হাঁকান মীর। পঞ্চম বলটা একটুর জন্য ছক্কা হয়নি। চার হয়ে যায়। তবে ষষ্ঠ বলে ফের ছক্কা হাঁকান মীর।
এমনিতে পাকিস্তানের ক্রিকেট ক্যালেন্ডা𓄧রে ঘানি রমজান টার্নি ব♉েশ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সবমিলিয়ে পবিত্র রমজান মাসে পাকিস্তানে একাধিক টুর্নামেন্ট খেলা হয়ে থাকে। যে সব টুর্নামেন্টে জাতীয় দলের অধিনায়ক বাবর আজম, শাদাব খান, ইসানুল্লাহ, আজম খান, উসমান কাদির, উমর আকমল, আহসান আলি এবং আবিদ আলি-সহ পাকিস্তানের একাধিক তারকা খেলেন।
আরও পড়ুন: জোফ্রাকে পিটিয়๊ে ছাতু করলেন কোহলি𓄧, ১৭ বলে নিলেন ২৮ রান, হাঁকালেন ২টি করে চার ও ছয়
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসে খেলেন পাকিস্তানের মীর। তবে এখনও আন্তর♓্জাতিক টি-টোয়েন্টিতে খেলেননি ২৭ বছরের ক্রিকেটার। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে পাকিস্তানের জার্সি এখনও পরার সুযোগ না পেলেও ইতিমধ্যে ৫০ ওভারের ক্রিকেটে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে ফেলেছেন। ২০২৩ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ত🐻িনটি একদিনের ম্যাচে চারটি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট চমকপ্রদ - ৪.৮৩। ব্যাট হাতে ১৮ রান করেছেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।