PCB ওয়েবসাইটের জন্য একটি কলাম লিখেছেন পাকিস্তানের ক্রিকেটার শান মাসুদ। নিজের প্রথম বি🧸শ্বকাপে পারফর্ম করতে তৈরি তারকা ক্রিকেটার। তবে মাঠে নামার আগে নিজের লেখার মাধ্যমে দলের ব্যাটিং এবং বোলিং সংমিশ্রণ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করেছেন শান। এছাড়াও নিউজিল্যান্ডের 'ব্রেকফাস্ট ক্লাব'-এর গল্পও শেয়ার করেছেন তিনি।
এই বছরের পারফরম্যান্সের জন্য তাঁর সহকর্মী সতীর্থদের প্রশংস🅠া করে পাকিস্তানের বাঁহাতি ব্যাটার শান মাসুদ দলের জন্য আরেকটি বিশ্বকাপ জয়ের আশা প্রকাশ করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড📖ের (পিসিবি) ওয়েবসাইটের কলামে মাসুদ লিখেছেন, ‘যাইহোক যাত্রার আসল অংশটি এবার শুরু হবে এবং আমরা জানি যে বিশ্বকাপে দলগুলি পারফরমেন্সের উপর বিচার করে ঠিক করা হয় যে দল গুলো কতটা ভালো বা মন্দ।’
আরও পড়ুন… বুমরাহর চোট থেকে প✅িচের হাল, দায়িত্ব নিয়েই কড়া কথা বললেন BCCI সভাপতি রজার বি༺নি
দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং বিশ্বকাপের জন্য এর প্রস্তুতির কথা তুলে ধরে মাসুদ বলেছেন, ‘বিশ্বকাপের সময়ে দলের ফলাফল এবং গতি উপর নির্ভর করে।’ মাসুদ তাঁর কলামে লিখেছেন, ‘শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করার পরেও, আমরা✃ সেই খেলা থেকে উন্নতির ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করেছি। আমরা ক্রমাগত বড় চিত্রটি দেখছি এবং এটি দলের এমন একটি লক্ষণ যা ক্রমবর্ধমান রাখা হচ্ছে।’
শান মাসুদ লিখেছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ 🦹এবং নিউজিল্যান্ডে কিউয়িদের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ এবং অস্ট্রে🐬লিয়ায় যে কন্ডিশনের মুখোমুখি আমরা হব তার জন্য দল প্রস্তুত রয়েছে। মাসুদ লিখেছেন, ‘আকাঙ্ক্ষিত ট্রফিটি ঘরে আনতে যা প্রয়োজন তার একটি আদর্শ চিত্র এখন আমাদের কাছে রয়েছে।’
আরও পড়ুন… পাকিস্তান নয়, ২০২৩-এর এশিয়া ক♕াপ হবে কোনও নিরপেক্ষ দেশে, সাফ করলেন জয়ꦰ শাহ
ব্যাটার তার লেখায় মাঠে সবুজ শার্টের খেলার কৌশলেরও প্রশংসা করেছেন, বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে ওপেনার হিসেবে প্রশংসা করেছেন। মাসুদের কাছে তাঁর সতীর্থ মহম্মদ নওয়াজ, শাদাব খান, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মহম🃏্মদ ওয়াসিম জুনিয়র এবং মহম্মদ হাসনাইনের প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছুই ছিল না।
দল হিসেবে পাকিস্তানের মধ্যে ছেলেদের বন্ধুত্বের কথাও উল্লেখ করেছেন মাসুদ। তাঁর মতে এটাই শেষ পর্যন্ত মাঠে ভালো পারফর্ম করতে সাহায্য করে। তিনি লিখেছেন, ‘একসঙ্গে সময় কাটানো খেলার একটি গুরুত্বপূর্ণ দিক। এটি মাঠে দলের রসায়নকে যুক্ত করে এবং একটি সুস্থ দলগত সংস্কৃতিকে প্রভাবিত করে যা একজনকে তার সতীর্থের জন্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয একটি অতিরিক্ত বন্ধন তৈরি কꦡরে।’ মাসুদ লিখেছেন ব্যক্তিগত এবং পেশাগত লড়াইয়ে একে অপরের সমর্থন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।