পাকিস্তানের অনূর্ধ💮্ব-১৯ প্লেয়ারের নাম এ বার স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ল। যার জেরে ফার্স্টক্লাস ক্রিকেটের ব্যাটসম্যান জেসান মালিককে বৃহস্পতিবার নির্বাসিত করে পিসিবি। কারণ ন্যাশানাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে স্পট ফিক্সিং-এর প্রস্তাব পেয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তিনি কিছু জানাননি। যত দিন ন♌া পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে, ততদিন জেসান মালিককে নির্বাসিত থাকবে হবে। আর দোষ প্রমাণিত হলে, তখন বড় শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে।
নর্দান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্লেয়ার অভিযুক্ত হয়েছেন দুর্নীতি দমনের ৪.৭১ ধারায়। যার অর্থ তদন্ত চলাকালীন সমস্ত ধরনের 🦂ক্রিকে൲ট থেকেই তাঁকে দূরে থাকতে হবে। পিসিবির একটি সূত্র নিশ্চিত করে জানিয়েছে, আইসিসি-র দুর্নীতি দমন শাখার তরফে ন্যাশানাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে স্পট-ফিক্সিংয়ের সঙ্গে জেশন মালিক কতটা জড়িয়েছিলেন, বা তিনি প্রস্তাব পাওয়ার পরেও কেন সেটা পিসিবি-কে জানাননি, তা নিয়ে তদন্ত করছে।
একই কারণে ২০২০ সালে উমর আকমলকেও নির্বাসিত করা হয়েছিল। তিনিও স্পট ফিক্সিং-এর প্রস্তাব পেয়ে পিসিবি-কে কিছু জানাননি। স🥃ম্প্রতি তিনি আবার ২২ গজে ফিরেছেন। এ বার একই ঘটনা ঘটল জেশান মালিকের সঙ্গেও।
শাস্তিস্বরূপ আকমলকে ৪.২ মিলিয়ন টাকা জরিমানা করা হয়েছিল। সঙ্গে তিন বছরের নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছিল। আইসিꦇসি দুর্নীতি দমন শাখার সেই নির্বাসনের শাস্তির বিরুদ্ধে পিসিবি-র কাছে আবেদনও জানিয়েছিলেন উমর আকমল। তার ভিত্তিতে তিন বছরের নির্বাসনের শাস্তি কমে, এক ব🐠ছর করা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।