করোনাꦕ পরিস্থিতিতে একে অন্যকে সাহায্য ও সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করলেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্ত। শনিবার নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি সকলকে উদ্দশ্যে করে একটি বার্তা পাঠান। যেখানে তিনি বর্তমানে 🧸দেশে করোনার পরিস্থিতি থেকে কীভাবে লড়াই করা যাবে তার কথা জানান। তবে তার জন্য একে অপরের পাশে তেকে কীভাবে এই লড়াই জয় করা যাবে সে কথাও জানান ঋষভ।
আসলে বর্তমানে কোভিডের কারণে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেভাবেই দেশে চিকিৎসার অভাব দেখা যাচ্ছে। কোথাও বেড নেই তো কোথাও অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে। দেশে মৃতের সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই বহু ক্রিকেটার বা ক্রীড়াবীদ সাধারণ মানুষের পাশে থাকার জন্য নিজের মতো করেই এগিয়ে এসেছেন। আগের দিনই করোনার জন্য তহবিলে টাকা তোলার জন্য এগিয়ে এসেছিলেন🌌 বিরাট কোহলি ও অনুষ্𝕴কা শর্মা। প্রায় এক দিনেই তারা কোভিডের জন্য ৩ দশমিক ৬ কোটি টাকা তুলতে পেরেছেন।
অধিনায়কের দেখানো পথেই এবার এগিয়ে চললেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্ত। কোভিডের তহবিলে টাকা তোলার জন্য তিনিও বার্তা দিলেন। তবে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা লিখলেন। সেখানে তিনি সকলের উদ্দেꦫশ্যে লেখেন, যে যেভাবে পারবেন মানুষের পাশে দাঁড়ান। পন্ত জানান তিনি হেমকুন্ট ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি সেখানেই আর্থিক ভাবে অনুদান করেছেন। ঋষভ জানিয়েছেন, এই সংস্থা গোটা দেশে🌳 অক্সিজেন, রোগীদের বেড ছাড়াও কোভিড রিলিফ কিট দিচ্ছে। তাই তিনি এই সংস্থার সঙ্গে নিজে যুক্ত হয়েছেন।
ঋষভ প্রত্যেককে নিজের মতো করেই সাহায্য করার কথা জানা। তিনি উদাহরণ দিয়ে জানান, যে তিনি খেলার মাঠে একটা জিনিস শিখেছেন, সেটা হল, একা নয় সকলে মিলে যেকোনও লড়াই জেতা যায়। ঋষভ সমাজের সেই সব মানুষকে কুর্নিশ জানিয়েছেন ꦺযারা এই সময় একেবারে সামনে সারি থেকে কোভিডের বিরুদ্ধে লড়াই করছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।