শুভব🦩্রত মুখার্জি:- প্যারিসের স্যেন নদী এবং সেই নদীর জল ও তার দূষণ নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। প্যারিস গেমস শুরুর আগেই কোটি কোটি টাকা খরচ করে এই দূষিত নদীকে পরিষ্কার করা হয়েছিল প্যারিসের তরফে। এই নদীতেই হয়েছে ট্রায়াথলনের সুইমিং। তাঁর আগে বেশ কয়ে♔কবার দূষনের কারণে এই নদীর জলে অনুশীলন বাতিল করেছেন ট্রায়াথলিটরা।
এবার এই দূষিত নদীর জলে সাঁতার কাটার পরে প্যারিস অলিম্পিক গেমসের আয়োজকদেরꦏ একহাত নিলেন ট্রায়াথলিটরা। স্যেন নদীর জল যে এখনও দূষিত, এখনও সাঁতার কাটার পক্ষে অনুপযোগী তা বারবার বলা হয়𒐪েছে। বেলজিয়ামের ৩০ বছর বয়সী ট্রায়াথলিট বিশেষ করে এই স্যেন নদীতে সাঁতার কাটার পরে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন।
৩০ বছর বয়সী জলিয়েন ভারমাইলেন সাইন নদীর দূষিত জলে সাঁতার কাটার পরেই ডেকে পাঠান গেমসের আয়োজকদের। বুধꦿবার ট্রায়াথলনের সুইমিং ইভেন্টটি হয🙈়েছে স্যেন নদীতে। সেই দিনের জঘন্য অভিজ্ঞতার কথা সামনে এনেছেন জলিয়েন ভারমাইলেন। ঘটনাচক্রে এই রেসে ২৪তম স্থানে শেষ করেছেন এই বেলজিয়ামের অ্যাথলিট।
১৫০০ মিটার সাঁতার কাটতে গিয়ে পদে পদে তাঁকে স্যেন নদীর দূষিত জলে যে সমস্যায় পড়তে হয়েছে তা তিনি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন জলে যে ময়লা, আবর্জনা ছিল তা তিনি সাঁতার কাটার ꧑সময়েই অনুভব করতে পারছিলেন। বেলজিয়ামের টিভি চ্যানেল ভিটিএমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি যখন স্যেন নদীতে ব্রিজের তলায় সাঁতার কাটছিলাম তখন আমি অনুভব করেছি এবং এমন জিনিস দেখেছি যা এখানে আমি ভাবতে পারছি না, বলতেও পারছি না।'
জলꦛিয়েন ভারমাইলে🔯ন জানিয়েছেন স্যেন নদীতে যে দূষিত জল তিনি খেয়েছেন সাঁতার কাটার সময়ে তাতে তিনি তাঁর স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত। তিনি জানিয়েছেন, 'আমি পরে জানতে পারব আমি অসুস্থ কি অসুস্থ না। তবে নিশ্চিত করেই বলতে পারি যে জলটা কোকাকোলা বা স্প্রাইটের মতন স্বাদের ছিল না।'
প্যারিস গেমসের এক নাম প্র💜কাশে অনিচ্ছুক আয়োজক জানিয়েছেন, ‘গত কয়েকদিনে স্যেন নদীর দূষণ দূর করার কাজ করা হয়েছে। তবে কয়েক জায়গায় সাঁতার কাটার জন্য দূষণের মাত্রা যা থাকা উচিত তাঁর থেকে অনেকটাই বেশি ছিল।’
ঘটনাচক্রে এই স্যেন নদীতে একটা সময়ে কলি ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল। যা পেটে গেলে ডাইরিয়া, নিউমোনিয়া, সেপসিসের মতন কঠিন রোগ হতে পারে। জলিয়েন ভারমাইলেন আরো যোগ করেন, '১০০ বছর ধরে এই স্যেন নদীর জল দ🧸ূষিত। তাই এই নদীতে যখন এই ইভ🌠েন্টে আয়োজন করা হয়েছে তখন এই কথাটা বলতেই পার না যে অ্যাথলিটদের স্বাস্থ্য আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।