নিজেদের রায় আগেই জানিয়ে দিয়েছে কোর💛্ট অফ অরবিꦡট্রেশন ফর স্পোর্টস। এবার ভিনেশ ফোগট মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। এক্ষেত্রে আন্তর্জাতিক কুস্তি সংস্থার নিয়মকেই প্রাধান্য দেওয়া হয়েছে ক্যাসের তরফে। কোনও পরিস্থিতিতেই নিয়মে ছাড় পাওয়া সম্ভব নয় বলেই মত দিয়েছে আদালত।
প্যারিসে মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে ওঠেন ভিনেশ ফোগট। তবে ফাইনালের দিন সকালে নিয়ম মতো ওজন যাচাই করার সময় ভিনেশ বিপাকে পড়েন। তাঁর ওজন ছিল ৫০ কেজির বেশি। তাই তাঁকে ইভেন্ট থেকে বাতিল করা হয়। যেহেতু ইভেন্টের প্রথম দিনে ভিনেশের ওজন যথাযথ ছিল, তাই ভারতীয় তারকা অন্ততপক্ষে যুগ্মভাবে রুপোর পদকের দাবিতে ক্যাসের 🔜দ্বারস্ত হন।
গত ১৪ অগস্ট ক্যাস বা কোর্ট অফ অরবিট্রেশন ফর স্পোর্টসে খারিজ হয়ে যায় ভিনেশের আবেদন। ফলে প্যাꦰরিস অলিম্পিক্সে মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে পদক পাওয়া হয়নি ভিনেশের।
সোমবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফে যে রিপোর্ট প্রক𒀰াশ করা হয়, তাতে উল্লেখ করা হয়, নিয়ম সবার জন্য সমান। নিয়মে স্পষ্ট উল্লেখ করা হয়েছে প্রত্যেক অ্যাথলিটকে নির্দিষ্ট ওজনসীমার মধ্যে থাকতেই হবে। কোনওভাবেই ঊর্ধ্বসীমা লঙ্ঘন করা যাবে না। কোনও পরিস্থিতিতেই বিশেষ কাউকে ছাড় দেওয়া যাবে না।
কোর্টের তরফে এও জানানো হয় যে, আবেদনকারী অ্যাথলিটের ওজন বেশি ছিল, এতে কোনও সন্দেহ নেই। সুনানিতে তার প্রমাণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাথলিটের ওজন ১০০ গ্রাম বেশি ছিল, যা শিথিলযোগ্য বলে দাবি করা হয়। ওজন বেশি হওয়ার একটি সহজ ব্যাখ্যাও দেওয়া হয়। প্রাক মাসিক পর্বে জল খা🅰ওয়া এবং শরীরের জল ধরে রাখার মতো বিষয়গুলির জﷺন্য এটা হতে পারে।
তবে আন্তর্জাতিক কুস্তি সংস্থার নিয়মকে এক্ষেত্রে একক করা হয় আদালতের তরফে। নিয়মে স্পষ্ট বলা হয়েছে যা, ইভেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ফাইনাল পর্যন্ত অ্যাথলিটকে নির্দিষ্ট ওজনসীমায় থাকতেই হবে। ইভেন্টের কোনও পর্যায়েই ওজনসীমা লঙ্ঘন করা যাবে না। অন্যথায় নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট অ্যাথলিটের বিরুদ্ধে ব্যবস্থꦍা নেওয়া হবে।
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্স♔ের প্রথম দিনের ৩টি বাউটে ভিনেশ ফোগটের ওজন ছিল ৫০ কেজির নীচে। তবে ফাইনালের আগে তাঁর ওজন বেড়ে যায়। ভিনেশ যুগ্মভাবে রুপোর পদক দাবি করলেও আন্তর্জাতিক কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী ভারতীয় তারকা সেই পদক পাওয়ার যোগ্য বলে বিবেচিত হননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।