২৪ দিন আগে ইডেনে বাংলার 🌱বিরুদ্ধে ৭ উইকেট নেওয়া হিমাচল প্রদেশের পেসার সিদ্ধার্থ শর্মা প্রয়াত। মাত্র ২৮ বছর বয়সেই প্রয়াত হলেন সিদ্ধার্থ। প্🍌রায় দু’সপ্তাহ ধরে বদোদরার এক বেসরকারি হাসপাতালে জীববনমরণ লড়াই চালিয়ে যাচ্ছিলেন সিদ্ধার্থ। অবশেষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত দুই সপ্তাহ ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। জানা গিয়েছে, সিদ্ধার্থের বেশ কয়েকটি অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। ভেন্টিলেশনে থাকার পরেও শেষরক্ষা হল না সিদ্ধার্থের। ভেন্টিলেশনে থাকার সময়ে সাময়িক ভাবে জ্ঞান ফিরেছিল সিদ্ধার্থের। আইসিইউতে থাকা অবস্থায় তিনি তাঁর বাবাকে কাগজে একটি বার্𝓡তা লিখে দিয়েছিলেন। সিদ্ধার্থ লিখেছিলেন, ‘মুঝে ক্রিকেট খেলনে সে রোকনা মাত। মুঝে খেলনে দেনা।’ অর্থাৎ ‘দয়া করে আমার খেলা বন্ধ করে দিও না। আমাকে খেলতে দিও।’ সিদ্ধার্থের হিমাচল প্রদেশের সতীর্থ প্রশান্ত চোপড়া এ কথা স্পোর্টসটারকে জানিয়েছেন।
আর꧃ও পড়ুন: চলতি বছরের পুরোটাই কার্যত মাঠের বাইরে থাকতে হতে পারে পন্তকে, ODI WC-এও অনিশ্চিত
২০২২ সালের ডিসেম্বরে হিমাচল প্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ম্য়াচ খেলতে ইডেনে এসেছিলেন সিদ্ধার্থ। ওই ম্য়াচেও পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ২০১৭ সালে বাংলার বিরুꦕদ্ধে ইডেনেই তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। চলতি রঞ্জি ট্রফিতে বরোদার বিরুদ্ধে ম্যাচের আগে হঠাৎ অসুস্থ বোধ করেন সিদ্ধার্থ। এরপরই বদোদরার এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, বদোদরার বিরুদ্ধে খেলতে নামার আগে হঠাৎ অসুস্থ বোধ করেন। হিমাচল প্রদেশের ক্রিকেট সংস্থার সচিব জানিয়েছেন, ‘হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সিদ্ধার্থ। বমি করছিলেন। মূত্রত্যাগ করতে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেখা যায় শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে। যার ফলে কিডনি সহ অন🎉্যান্য অঙ্গ বিকল হতে𓂃 শুরু করে। হাসপাতালেই অবস্থা খারাপ হতে শুরু করে। গত দুই সপ্তাহ ধরে ভেন্টিলেশনে ছিলেন।’
আরও পড়ুন: অজি সিরিজের প্রথম দু'টি টেসꦅ্টেও নেই বুমরাহ, আরও একমাস✨ থাকবেন রিহ্যাবে-রিপোর্ট
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের🌃 প্রাক্তন সভাপতি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। ও সুস্থই ছিল এবং রঞ্জি ট্রফির প্রথম দু'টি ম্যাচেও খেলেছিল। বরোদার বিপক্ষে খেলার আগে ও অসুস্থ বোধ করে এবং আমরা ওকে হাসপাতালে ভর্তি করি। কিছু পরীক্ষার⛦ পর দেখা যায়, ওর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি। ওর কিডনি এবং পরবর্তীকালে অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকেরা সবটা দিয়ে চেষ্টা করেও ওকে বাঁচাতে পারেননি।’
বদোদরার বেসরকারি🦩 হাসপাতাল থেকে চণ্ডীগড়ে এয়ারলিফ্ট করে আনা হয় সিদ্ধার্থর দেহ। তাঁর শহর উনাতে শেষকৃত্য সম্পন্ন হয়। ইডেনেই নিজের শেষ ম্যাচ খেলেন সিদ্ধার্থ। বাংলার বিরুদ্ধে সেই ম্যাচে মোট ৭ উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটমহল। শোক প্রকাশ করেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।