নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষ হয়েছে। পরপর তিন ম্যাচ জিতে কিউয়িদের হোয়াইটඣওয়াশ করেছে ভারতীয় দল। আজ শুক্রবার রাঁচিতে নিউজ🍬িল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ওডিআই সিরিজ জেতায় এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর গোটা দল। আর সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই বাজিমাত করতে মরিয়া রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।
এই সিরিজেও ভারত ফেভারিট হয়েই মাঠে নামবে। ফলে বিপক্ষকে বেশ চিন্তায় রাখছে ভারতের এই ফর্ম। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইশান কিষাণ এবং শুভমন গিল। ফলে এই দুই ব্যাটারকে সামনে রেখে ব্যাটিং অর্ডার সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। রাঁচিতে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে তেমনই ইঙ্গিত দিয়েছে💮ন অধিনায়ক হার্দিক। সেই এটাও ইঙ্গিত দিয়েছেন, এই ম্যাচে জায়গা হচ্ছে না পৃথ🅘্বী শ'য়ের। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন পৃথ্বী। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। কিন্তু আপাতত জাতীয় দলে জায়গা হচ্ছে না তাঁর। এমনটা ইঙ্গিত দিয়েছেন ভারত অধিনায়ক।
তবে মনে করা হচ্ছে, এই ম্য🔯াচে দেখা যেতে পারে দুই স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে। ফলে দীর্ঘদিন পর 'কুলচা' জুটিকে দেখা যেতে চলেছে ২২ গজে। পাশাপাশি মিডল অর্ডারে ভরসা দিতে দলে রাখা হতে পারে রাহুল ত্রিপাঠীকে। তবে স্কাই অর্থাৎ সূর্যকুমার যাদবের দিকে নজর থাকবে সবার। যেভাবে নিজไের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি, তাতে ঘুম উড়ে গিয়েছে কিউয়ি ব্রিগেডের। ফলে এই ম্যাচেও তেমনই কিছু দেখে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
পাশাপাশি কিউয়ি ব্যাটারদের আটকাতে উমরান ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমালিক এবং আর্শদীপ সিংকে সামনে রেখে পেস বোলꦍিং লাইন-আপ সাজাচ্ছে ভারত। সঙ্গে এই দুই পেসারকে সাহায্য় করবেন অধিনায়ক হার্দিক। বল হাতে তিনিও বেশ ফর্মে রয়েছেন। যা স্বস্তি রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
এই ম্যাচে নামার আগের দিন ভারতীয় ড্রেসিংরুমে হাজির হন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গিল, হার্দিকদের সঙ্গে কথ൲াও বলতে দেখা যায় ক্যাপ্টেন কুলকে। বেশ কিছুক্ষণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান তিনি।
অন্যদিকে, ভারতের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হয়ে কিছুটা হলেও চাপে রয়েছে নিউজিল্যান্ড শিবির। হাতে মাত্র একটি সিরিজ। নিজেদের সম্মান 🦋রক্ষার্থে এই টি-টোয়েন্টি সিরিজ জিততেই হবে মিচেল স্যান্টনারের দলকে। তবে সেটা যে বেশ কঠিন তা ভালো করেই জানেন কিউই ক্রিকেটাররা। এই মুহূর্তে ভারতীয় দল স্বপ্নের ফর্মে রয়েছে। তাই এই সিরিজ জেতা খুব একটা সহজ হবে না। তবে সেই সব নিয়ে একেবারেই চিন্তা কর🔯তে নারাজ কিউয়ি ব্রিগেড। ওডিআই সিরিজের হার ভুলে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া নিউজিল্যান্ড।
গত ম্যাচে শতরান পান ডেভন কনওয়ে। এই ম্যাচেও ফিন অ্যালানের সঙ্গে ওপেন করতে দেখা যাবে কনওয়েকে। পাশাপাশি বোলিং লাইনআপে লকি ফার্গুসন দলকে ভরসা দেবেন বলেই মনে করছে ক্রিকেট মহল। গত ম্যাচে তিন উইকেট নেন জেকব ডাফি এবং ব্লেয়ার টিতনার। এই দুই বোলারও নজরে থাকবেন। তবে এই ম্🦋যাচে টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শিশির বড় ফ্য়াক্টর হতে পারে। তাই যে দল টসে জিতবে তারাই অ্যাডভান্টেজ পাবে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ꦬভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি দলে কারা সুযোগ পেতে পারেন।
ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ইশান কিষাণ, রাহুল ত✱্রীপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুড🍰া, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্ক চাম্পম্যান, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপ্স,ডেন ক্লেভার, মিচেল সান্টনার (অধিনায়ক), ইশ সোধি. জেকব ডাফি,লক▨ি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।