তিনি মুম্বই দলের অধিনায়ক। অথচ সেই দ෴লের সতীর্থের মন্থর ব্যাটিং নিয়ে তাঁর কটাক্ষ, মোটেও ভালো ভাবে নিচ্ছে না ক্রিকেট মহল। বরংꩲ এতে বেশ বিরক্ত সকলে। আর সোশ্যাল মিডিয়ায় সতীর্থকে খোঁচা দিতে গিয়ে মুম্বই অধিনায়ক নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন না তো?
আসল ঘটনাটি কী?
উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফি সেমিফাইনালের দ্বিতীয় ইনিংস ওপেন করতে নামেন মুম্বইয়ের অধিনায়ক পৃথ্বী শ'। সঙ্গে ছিলেন যশস্বী জয়সওয়াল। পৃথ্বী তাঁর চেনা আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। উল্টোদিকে উইকেট আগলে রাখেন যশস্বী। তিনি প্রথম রানটি করেন ৫৪তম বলে। একেবারে রাহুল দ্রাবিড়ের মতো মিস্টার ডিপেন্ডেবল হয়ে ওঠে🌼ন তিনি। ভারতীয় দলের কোচের মতোই মন্থর এবং সংযমী ব্যাটিং করছিলেন যশস্বী।
একটা সময়ে ৫০ বল খেলেও যখন কোনও রান⭕ করতে পারেননি যশস্বী, তখন পৃথ্বী করে ফেলেছিলেন ৬০ রান। দলের রান তখন ৬১। টেলিভিশনে সেই সময়ের ছবি নিয়েই সতীর্থকে কটাক্ষ করেন মুম্বই অধিনায়ক।
আরও🔜 পড়ুন: কার্তিকেয় কাঁটায় বিদ্ধ বাংলা, একা লড়ছেন অভিমন্যু
সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীর পোস্ট
টেলিভিশনে 🅘দেখানো স্কোর, যেখানে ৫০ বল খেলেও কোনও রান করতে পারেননি যশস্বী, তখন পৃথ্বী করে♊ ফেলেছিলেন ৬০ রান। দলের রান ছিল তখন ৬১, তার নীচে আরও একটি ছবি জুড়ে দেন পৃথ্বী। যে ছবিতে পরাক্রমশালী এক দানবের সঙ্গে নিজের তুলনা করেছেন পৃথ্বী। আর যশস্বীকে ভীত দুর্বল এক ব্যক্তির সঙ্গে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।