শুভব্রত মুখার্জি: চলতি পিএসএলে বেশ কিছু তরুণ পাকিস্🐼তানি ক্রিকেটার নজর কেড়েছেন। সম্প্রতি কিপার ব্যাটার আজম খানের অনবদ্য পাওয়ার হিটিংয়ে মজেছেন ক্রিকেট প্রেমীরা। ঘটনাচক্রে তিনি প্রাক্তন তারকা কিপার ব্যাটার মইন খানের ছেলে। মাত্র ৪২ বলে ৯৭ রানের এক অনবদ্য ইনিংস তিনি উপহার দিয়েছেন। করাচিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে তিনি এই মারকাটারি ইনিংস উপহার দেন। এই ইনিংসের সুবাদে ইসলামাবাদ ২০ ওভারে ২২০ রান করতে সমর্থ হয়। ম্যাচে আজম মোট আটটি ছয় হাঁকিয়েছেন। যার মধ্যে পরপর তিনটি ছয় হাঁকিযꦰ়েছেন পাক জাতীয় দলের পেসার মহম্মদ হাসনাইনের বিরুদ্ধে। আর এই ঘটনার পরেই মহম্মদ হাসনাইনের প্রতি কার্যত সতর্ক বার্তা ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন পাক তারকা সিকন্দর বখত। তাঁর মতে, এ রকম পারফরম্যান্স করলে ইসানুল্লাহ খানের মতন ক্রিকেটারের কাছে জায়গা হারাতে হতে পারে হাসনাইনকে।
আরও পড়ুন: বাপ কা বেটা- মইনের দলের বিরুদ্ধে ছেলের তাণ্ডব, বাবার ম🥃তো ছয় মেরে তাক লাগালেন আজম- ভিডিয়ো
জিও সুপারকে দেওয়া এক সাক্ষাৎকারে সিকন্দর বলেছেন, ‘হাসনাইন একজন আন্তর্জাতিক ক্রিকেটার। ও গোটা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছে। আশা করা যায়, বিভিন্ন দেশে ক্রিকেটটা খেলার ফলে ও পেসার হিসেবে অনেক বেশি উন্নতি করবে। কারণ সারা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেশি, বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলাটা ওর ক্রিকেটের 🧸উন্নতিতে সাহায্য করবে। তবে এটা কি বোলিং ও করল? ওর তৃতীয় এবং চতুর্থ ওভারে প্রতি ওভারে ও ২২ রান করে দিয়েছে। ওর বোলিং দেখে মনে হচ্ছিল আজম খান এবং ওর মধ্যে কোন টেনশন কাজ করছে। হাসনাইন ওকে আউট করতে মুখিয়ে ছিল। ও ওকে পরপর শর্ট পিচ বোলিং করে যায়। একের পর এক বাউন্সার বোলিং করে। আজম ততোধিক ভালো ব্যাটিং করে।’
আরও পড়ুন: কোহলির হতাশ দৃষ্টিতে 𒐪হাড়হিম হয়ে গিয়েছিল- কখন শ্রীধর চাকরি ছা𝔍ড়ার কথা ভেবেছিলেন
তিনি আরও যোগ করেন, ‘ও (হাসনাইন) আন্তর্জাতিক ক্রিকেট খেলে। আমি ওকে সতর্ক করছি। ইসানুল্লাহ কিন্তু তৈরি হচ্ছে। তুমি কিন্তু জাতীয় দলে তোমার জায়গা হারাতে পার ওর কাছে। বুদ্ধি করে বল কর। ইয়র্কার বোলিং কর। তুমি ꦉতো পরপর শর্ট বল করে গেছো। ওটা একেবারেই বুদ্ধিমত্তার কাজ নয়। আজম কিন্তু ওই সব বলে বেধড়ক পিটিয়েছে।’ পিএসএলের ইতিহাসে দ্রুততম শতরানে দোড়গোড়ায় ছিলেন আজম। কিন্তু শেষ বলে ওডিয়ন স্মিথের স্লোয়ারে আউট হয়ে যান তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।