ব্রাজিল-আর্জেন্তিনা তো বটেই, এমনকি নরওয়ে-আন্টার্কটিকাতেও দেখা যাবে পাকিস্তান সুপার লি🍨গের ম্যাচ। উদ্যোগ নিল আইসিসি। আসলে পিএসএলের আসন্ন মরশুমের 🦂সব খেলা সরাসরি দেখা যাবে ICC.tv-তে।
আইসিসি ডট টিভি অ্যাপ ও ওয়েবসাইট, দু'জায়গাতেই সম্প্রচারিত হবে পাকিস্তানর সুপার লিগের ম্যাচগুলি। যদিও নির্বাচিত কিছু অঞ্চলেই এই সুব🐻িধা ভোগ করা যাবে এবং তার জন্য গাঁটের কড়ি খরচও করতে হবে ক্রিকেটপ্রেমীদের। এই প্রথমবার পিএসএলের সব ম্যাচগুলি সম্প্রচারিত হবে আইসিসির অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। পুরো মরশুমের পাসের জন্য খরচ ধার্য্য করা হয়ে♈ছে ৪.৯৯ মার্কিন ডলার।
নির্বাচিত অঞ্চলের কথা উল্লেখ করা হলেও আইসিসির প্রকাশ করা তালিকা অনুযায়ী বিশ্বের প্রায় প্রতিটা প্রান্ত থেকেই ICC.tv-তে দেখা যাবে পিএসএলের সম্প্রচার। তালিকায় ব্রাজিল-আর্জেন্তিনার মতো ফুটবল প্রধান দেশগুলি তো রয়ܫেছেই, এমনকি নরওয়ে,♎ আন্টার্কটিকা থেকেও কেউ চাইলে খেলা দেখতে পারেন আইসিসির অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
খেলা দেখা যাবে আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বেলজিয়াম, বলিভিয়া, চিলি, চিন, কলম্বিয়া, ক্র🧸োয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইকুয়েডর, জাপান, ইতালি, প্যারাগুয়ে, পেরু, রাশি🏅য়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, স্পেন, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, তুরস্ক, সুইডেন-সহ আরও অনেক দেশেই।
উল্লেখ্য, করাচি কিংস বনাম মুলতান সুলতানস ম্যাচ দিয়ে পাকিস্তান সুপার লিগের সপ্তম মরশুম শুরু হচ্ছে আগামী ২৭ জানুয়ারি। ফাইনাল 🐓ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। সুতরাং টুর্নামেন্ট চলবে ১ মাস ধরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।