অলিম্পিক্সে দু’বারের পদক বিজয়ী পি.ভি. সিন্ধু ১৪ ডিসেম্বর থেকে চিনে অনুষ্ঠিত হতে যাওয়া&nb🐠sp;BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। ২৭ বছর বয়সী চ্যাম্পিয়ন শাটলার রবিবার ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে চিঠি লিখে বিশ্ব ট্যুর ফাইনালে অংশ নেওয়ার ক্ষমতা প্রকাশ করেছেন তিনি। কারণ তিনি কমনওয়েলথ গেমসের সময় তাঁর বাম পায়ের গোড়ালিতে স্ট্রেস ফ্🔯র্যাকচার থেকে এখনও সেরে উঠতে পারেননি। চলতি বছরের অগস্টে যেখানে তিনি সোনা জিতেছিলেন।
আরও পড়ুন… Pak vs Eng:﷽ পাকিস্তানকে হারানোর জন্য বোলারদের কৃতিত্ব দিতে চান বেন স্টোকস
পিভি সিন্ধু বলেছেন, ‘আমি অনুভব করি যে আমি এখনও ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারিনি যদিও আমি প্রশিক্ষণ শুরু করেছি।’ ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল♍ের ২০১৮সংস্করণের বিজয়ী সিন্ধু বলেছেন যে তিনি অবশ্যই মর্যাদাপূর্ণ ইভেন্টটি না পেয়ে হতাশ হয়েছিলেন, তবে জোর দিয়েছিলেন যে আঘাতের মতো কিছু বিষয় তাঁর নিয়ন্ত্রণে ছিল না।
আরও পড়ুন… আপনারা সত্যিই যোগ্য- টিভিতে খেলা দেখছিলেন কোহলিꦬ, ইংল্যান্ড জিততেই দিলেন শুভেচ্ছাবার্তা
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, ‘হ্যাঁ, আমি আশা করি খুব শীঘ্রই ম্যাচ ফিট হয়েౠ উঠব এবং প্যারিসের পরবর্তী অলিম্পিকের জন্য মানসিক এবং শারীরিকভাবে সঠিকভাবে থাকব কারণ সোনা জেতাই চূড়ান্ত লক্ষ্য।’ পিভি সিন্ধুর বাবা পিভি রামান্না পিটিআই-কে বলেছেন, ‘তাঁর ডাক্তার তাঁকে আরও কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন যাতে তিনি নতুন মরশুমের আগে পুরোপুরি ফিট হন। তিনি সব দিক বিবেচনা করেছেন। গুয়াংজুতে অনেক বিধিনিষেধ রয়েছে এবং নতুন মরশুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।