উবের কাপে বড় ধাক্কা খেয়েছিলেন পিভি সিন্ধু। তবে খুব তাড়াতাড়ি সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ালেন তিনি। তাইল্যান্ড ওপেনে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের তনয়া। শুক্রবার তাইল্যান্ড কাপের 🧸সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। সিন্ধু এ দিন হারালেন বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের প্রাক্তন এক নম্বর আকানে ইয়ামাগুচিকে। ষষ্ঠ বাছাই সিন্ধু জিতেছেন ২১-১৫, ২০-২২, ২১-১৩ গেমে। ম্যাচ চলেছে ৫১ মিনিট।
ইয়ামাগুচি বরাবরই সিন্ধুর কাছে কঠিন গাঁট। কিছু দিন আগেই এশীয় ব্যাডমিন্টনে তাঁর মুখোমুখি হয়েছিলেন হায়দরাবাদী সুন্দরী। সেই সময়ে সিন্ধু তো ম্যাচ হারের পাশাপাশি জড়িয়ে পড়েন বিতর্কেও। ইচ্ছাকৃত ভাবে দে💃রি করার অভিযোগে রেফারি সিন্ধুর এক পয়েন্ট কেটেও নেন। সিন্ধু তার তীব্র প্রতিবাদ করলেও, তাতে কোনও লাভ হয়নি।
এ দিন ম্যাচের শুরু থেকেই ভালো ছন্দে𒊎 ছিলেন সিন্ধু। ক্রস কোর্ট স্ম্যাশ এবং ড্রপ শটে বিপদে ফেলে দেন প্রতিপক্ষ ইয়ামাগুচিকে। প্রথম সেটে ১১-৯ এগিয়েছিলেন। এই সেট সিন্ধু সহজেই জিতে নেন। তবে দ্বিতীয়⭕ সেটে ম্যাচে ফেরেন ইয়ামাগুচি। সিন্ধু পাল্টা লড়াই করেছিলেন। তবে সেটটি ২২-২০ জিতে নেন ইয়ামাগুচি। তবে তৃতীয় সেটে ফের ম্যাচে ফেরেন সিন্ধু। সেটটি ২১-১৩ দাপটের সঙ্গে জিতে পকেটে পুরে নেন ভারতীয় সুন্দরী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।