২০২২ সুইস ওপেনের মহিলা সিঙ্গলসে শিরোপা জিতলেন পিভি সিন্ধু। ফাইনালে তিনি থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানকে প♎রাজিত করেন। এদিনের খেলার ফল ২১-১৬, ২১-৮। মাত্র ৪৯ মিনিটেই শেষ হয়ে যায় ফাইনালের ম্যাচ। অর্থাৎ এক ঘ🥂ণ্টার মধ্যেই ম্যাচ জেতেন পিভি সিন্ধু।২০০২সালে এটাই ছিল সিন্ধুর প্রথম শিরোপা।
সম্প্রতি,অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে, পিভি সিন্ধু উদ্বোধনী রাউন্ডেই বাদ পড়েছিলেন। সেখানে দ্বিতীয় রাউন্ডেই পরাজিত হন তিনি। জার্মান ওপেনেও দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন সিন্ধু। এবারের সুইস ওপেনে দ্বিতীয় বাছাই পেয়েছিলেন সিন্ধু। সে অনুযায়ী তিনি পারফর্মও করেছেন। শেষ পর্যন্ত শ🍃িরোপা নিজের দখলে করলেন ভারতীয় শাটলার।
এদিন আক্রমণাত্মকভাবে ম্যাচ শুরু করেছিলেন সিন্ধু। প্রথমে ৩-০ তে এগিয়েও যান তিনি। বুসানান অবশ্য প্রত্যাবর্তন করেন এবং স্কোরকে ৭-৭-এ সমতায় ফেরান। স💮িন্ধুর আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করছিলেন সিন্ধু কিন্তু বুসানানের শট এদিন ঠিক মতো কাজে করেনি। বিরতিতে দুই পয়েন্টের লিড ছিল সিন্ধুর। দ্বিতীয় গেমে বুসানান সিন্ধুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হন। সিন্ধু ৫-০ লিড নেওয়ার পরে এটি ১৮-৪ করে এবং তারপর সহজেই ম্যাচ জিতে নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।