একসময় সুপার সিক্সের ২টি ম্যাচ বাকি থাকতেই ৬ পয়েন্টে পৌঁছ෴ে গিয়েছিল জিম্বাবোয়ে। শেষ ২টি ম্যাচ থেকে ১টি জয় মানেই ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট হাতে পেত তারা। তবে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের কাছে পরপর ২টি ম্যাচে বড় ব্যবধানে হেরে এবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় জিম্বাবোয়েকে।
আসলে জিম্বাবোয়ে নেট রান-রেটে এতটাই পিছিয়ে পড়েছে যে, স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলের নিরিখে তাদের প্রথম দুইয়ে থাকা অসম্ভব। এক্ষেত্রে বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে হঠাৎ করেই ভেসে ওঠে নেদারল্যান্ডস। তারা শেষ ম্যাচে স্কটিশদের বড় ব্যবধানে হারাতে পারলেই লিগ টেবিলের প্রথম দুইয়ে উঠে আসবে এবং শ্রীলঙ্কা♚র সঙ্গে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।
ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সুপার সিক্সের পয়েন্ট টেবিল:-
১. শ্রীলঙ্কা: ৪ ম্যাচে ৮ পয়েন্ট (নেট রান-রেট +১.৮১৭)
২. স্কটল্যান্ড: ৪ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +০.২৯৬)
৩. জিম্বাবোয়ে: ৫ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট -০.০৯৯)
৪. নেদারল্যান্ডস: ৪ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট -০.০৪২)
৫. ওয়েস্ট ইন্ডিজ: ৩ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -০.৫১০)
৬. ওমান: ৪ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -২.০৭২)
জিম্বাবোয়ের পক্ষে প্রথম দুইয়ে থাকা কেন সম্ভব নয়:
জিম্বাবোয়ে আপাতত লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে। চার নম্বরে থাকা নেদারল্যান্ডসের নেট রান-রেট জিম্বাবোয়ের থেকে বেশি। সুতরাং, ডাচরা শেষ ম্যাচ জিতলে জিম্বাবোয়ের সঙ্গে পয়েন্ট সমান হবে। তবে নেট রান-রেট ভালো হওয়ায় তারা লিগ টেবিলে জিম্বাবোয়েকে টপকে যাবে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা স্কটল্যান্ডেরও নেট রান-রেট জিম্বাবোয়ের থেকে ভালো। তাই স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচে যে দলই জিতুক ন🀅া কেন, তারা জিম্বাবোয়ের থেকে আগে থাকবে।
লড়াইয়ে রয়েছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড:
শ্রীলঙ্কা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ছিটকে গিয়েছে জিম্বাবোয়ে। এই অবস্থায় দ্বিতীয় দল হিসেবে কারা বিশ্বকাপের টিকিট পাবে, ℱতা নির্ভর করছে স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ড ম্যাচের ফলাফলের উপর। স্কটল্যান্ড জিতলে তারা ৮ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট হাতꦆে পেয়ে যাবে। সেক্ষেত্রে নেট রান-রেটের কোনও ভূমিকাই থাকবে না। তবে নেদারল্যান্ডস জিতলে নেট রান-রেটের অঙ্ক কাজ করবে।
নেদারল্যান্ডꦉস যদি স্কটল্যান্ডকে শেষ ম্যাচে হারিয়ে দেয়, তবে স্কটল্যান্ড, নেদারল্যান্ড ও জিম্বাবোয়ে, তিন দলের পয়েন্ট সমান (৬ পয়েন্ট করে) হয়ে যাবে। জিম্বাবোয়ের কোনও সম্ভাবনা না থাকলেও স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে যাদের রান-রেট ভালো হবে, তারা বিশ্বকাপের টিকিট হাতে পাবে।
যদি নেদারল্যান্ডস শুরুতে ব্যাট করে ২৫০ রান তোলে, তবে ৩১ রা꧒নের ব্যবধান পর্যন্ত𓃲 হেরেও বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে স্কটল্যান্ড। কেননা তারা নেট রান-রেটে এগিয়ে থাকবে ডাচদের থেকে। তবে ৩২ বা তারও বেশি রানের ব্যবধানে হারলে ছিটকে যাবে স্কটিশরা।
যদি স্কটল্যান্ড শুরুতে ব্যাট করে ২৫০ রান তোলে, তবে নেদারল্যান্ডসকে সেই রান তাড়া করতে হবে ৪৪ ওভারের মধ্যে। অর্থাৎ ৪৪ ওভার বা তারও আগে রান তাড়া করে ম্যাচ জিততে পারলে নেদারল্যান্ডস বিশ্বকাপের টিকিট হাতে ෴পাবে। নেদারল্যান্ডস যদি জিততে তার থেকে বেশি ওভার খরচ করে, তবে হেরেও বিশ্বকাপে পৌঁছে যাবে স্কটল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।