চলতি রঞ্জি ট্রফিতে অবিশ্বাস্🌺য ধারাবাহিকতা দেখাচ্চেন চেতন বিস্ট। নাগাল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান গ্রুপ লিগের পরে রং ছড়ালেন ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালেও। ইডে🌱নের নক-আউটে তাঁর দল বেকায়দায়। তবে ব্যক্তিগত লড়াইয়ে অপ্রতিরোধ্য চেতন।
গ্রুপ লিগের তিন ম্যাচের ৫টি ইনিংসে ব্যাট করতে ন💝েমে সব থেকে বেশি ৪টি সেঞ্চুরি করেছিলেন চেতন। এবার প্রি-কোয়ার্টারেও তিন অঙ্কের ইনিংস খেলার পরে টুর্নামেন্টের ৪ ম্যাচের ৬টি 🌠ইনিংসে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৫টি।
ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলার পরে চেতন চলতি রঞ্জি মরশুমের সর্বোচ্চ রান সংগ্রহকারীতে পরিণত হন। তিনি একয💯োগে পিছনে ফেলে দেন বিহারের সাকিবুল গনি, মুম্বইয়ের সরফরাজ খান ও মিজোরামের তরুবর কোহলিকে। গ্রুপ লিগের শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় চেতন ছিলেন চার নম্বরে। এখন বাকিদের টপকে এক নম্বরে উঠে আসেন নাগাল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান।
সব মিলিয়ে চেতন ৪ ম্ꦦযাচের ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩১১.৫০-এর অবিশ্বাস্য গড়ে ৬২৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৫টি। তালিকার দ্বিতীয় স্থানে নেমে যাওয়া সাকিবুল গনি ৩ ম্যাচের ৫টি ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি-সহ ৬০১ রান সংগ্রহ করেছেন। তাঁর ব্যাটিং গড় ১৫০.২৫। গনির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩৪১ রানের।
আপাতত চলতি⛎ রঞ্জি মরশুমে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে রয়েছেন সরফরাজ খান। মুম্বই তারকা ৩ ম্যাচের ৪টি ইনিংসে ১৩৭.৭৫ গড়ে ৫৫১ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেন ২টি, হাফ-সেঞ্চুরি করেন ১টি। সরফরাজের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৭৫ রানের।
রঞ্জি ট্রফি ২০২২-এ সব থেকে বেশি রান করা পাঁচ ক্রিকেটার:-
১. চেতন বিস্ট (নাগাল্যান্ড): ৪ ম্যাচের ৬টি ইনিংসে ৬২৩ রান।
২. সাকিবুল গনি (বিহার): ৩ ম্যাচের ৫টি ইনিংসে ৬০১ রান।
৩. সরফরাজ খান (মুম্বই): ৩ ম্যাচের ৪টি ইনিংসে ৫৫১ রান।
৪. তরুবর কোহলি (মিজোরাম): ৩ ম্যাচের ৬টি ইনিংসে ৫২৬ রান।
৫. শ্রীকান্ত মুন্ধে (নাগাল্যান্ড): ৪ ম্যাচের ৬টি ইনিংস🃏ে ৪৯২ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।