রোহিত শর্মার চোট। তাই বাংলাꦫদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। ফলে উত্তরপ্🐷রদেশ এবং হিমাচলের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে নেই বাংলা দলের অধিনায়ক। তাঁর বদলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন বাংলা দলের সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারি।
মনোজে♔র নেতৃত্বেই উত্তরপ্রদেশের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ম্♉যাচ জিতেছে বাংলা। একই পরিস্থিতির শিকার হিমাচলের বিরুদ্ধেও। প্রথমে চাপে পড়ে গেলেও ম্যাচের মধ্যে ফিরে আসেন শাহবাজ আহমেদ, অনুষ্টুপ মজুমদাররা। দ্বিতীয় দিনের শেষে বেশ ভালো জায়গাতেই রয়েছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা।
বাংলার এই দুর্দান্ত কামব্যাক এর পিছনে বড় হাত রয়েছে মনোজের। একটা সময় দীর্ঘদিন বাংলা দলের অধিনায়কত্ব সামলেছেন। ফলে অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে অভিমন্যুর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন মনোজ। তাই রঞ্জির বাকি ম্যাচেও অধি🗹নায়কত্বের ব্যাটন সামলাবেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। এমনটাই খবর সিএবি সূত্রে।
বাংলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, নাগাল্যান্ডের বিরুদ্ধে📖 তৃতীয় রঞ্জি ম্যাচ খেলতে উড়ে যাওয়ার আগেই সিএবির তরফ থেকে অধিনায়ক মনোজের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি এও জানা যাচ্ছে না𒉰গাল্যান্ডের বিরুদ্ধেও সম্ভবত অভিমন্যুকে পাচ্ছে না বাংলা। ভারতীয় দলে থাকায় তাঁকে বাংলাদেশেই থাকতে হবে। ফলে পরের ম্যাচেও পাওয়া যাবে না তাঁকে। ফলে মনোজ কেই দায়িত্ব পালন করতে হবে।
শুধু সিএবি কর্তারা নন, বাংলা টিম ম্যানেজমেন্টেও চায় রঞ্জির বাকি ম্যাচে অধিনায়ক থাকুন মনোজ। বাংলা টিম সূত্র খবর, উত্তরপ্রদেশে এবং হিমাচলের বিরুদ্ধে যেভাবে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে কামব্যাক করেছে, তাতে অনেকটাই হাত রয়েছে মনোজের। তাই রঞ্জি ট্রফির বাকি ম্যাচেও মনোজ🌌কেই অধিনায𒅌়ক হিসেবে দেখতে চায় বঙ্গ ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।