প্রাথমিক ধাক্কা কাটিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বইকে টানছেন যশস্বী জয়সওয়াল এবং সুভেদ পারকর। ৪৩ রানে অপরাজিত আছেন যশস্বী। ৩২ রান করেছেন সুভেদ। উত্তরপ্রদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছে♋ন যশ দয়াল এবং শিবম মাভি।
মঙ্গলবার টসে জিতে প্র𓄧থমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ। তৃতীয় বলেই মুম্বইকে ধাক্কা দেন দয়াল। মুম্বই অধিনায়ক পৃথ্বী শ'কে শূন্য রানে প্যꦫাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। সেই ধাক্কা সামলে মুম্বইকে এগিয়ে নিয়ে যেতে থাকেন যশস্বী এবং আরমান জাফর। তাঁদের সেই প্রতিরোধ ভাঙেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মাভি। আরমানকে এলবিডব্লুউয়ের ফাঁদে ফেলেন। ৪৩ বলে ১০ রানে আউট হন আরমান। সেইসময় মুম্বইয়ের স্কোর ছিল দু'উইকেটে ২৪ রান।
আরও পড়ুন: Ranji Trophy Semifinal Live-তি༒ন উইকেট হারিꦉয়ে চাপে মধ্যপ্রদেশ, লড়ছেন মন্ত্রী
দ্রুত দু'উইকেট হারিয়ে সুভেদের সঙ্গে মুম্বইকে বিপদ থেকে বের করে আনেন যশস্বী। আর কোনও উইকেট না হারিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় মুম্বই। বিরতির পরও দু'জনে মুম্বইকে টানছেন। আপাতত ৪৪♐ ওভা🔴রে মুম্বইয়ের স্কোর দু'উইকেটে ৮৭ রান। ১২৩ বলে ৪৩ রানে অপরাজিত আছেন যশস্বী। ৯৭ বলে ৩২ রান করেছেন সুভেদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।