লিগের ম্যাচগুলি একরকম পিচে খেলতে হয়েছে। কলকাতায় অনুশীলন সারতে হয়েছে আলদা চরিত্রের পিচে। এবার বাংলাকে বেঙ্গালুরুতে রঞ্জির কোয়ার্টার ফাইনাল খেলতে হবে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের বাইশগজে। নক-আউটের দিন দশেক আগে বাংলা দলের বেঙ্গালুরু উড়ে যাওয়ার আসল উদ্দেশ্য ছ💟িল পিচের সম্ভাব্য আচরণের সঙ্গে সড়গড় হয়ে ওঠা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে শেষ আটের লড়াইয়ের আগে বাংলা দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শোনাল কোচ অরুণ লালকে।
বাংলা কোচ ইঙ্গিত দিলেন যে, জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডের পিচে যথেষ্ট বাউন্স 𒆙রয়েছে। পিচে ঘাসও রয়েছে। তবে ম্যাচের ঠিক আগে বাইশগজের ছবিটা কেমন হবে, সে সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা নেই তাঁদের। তাই শেষ মুহূর্তে পꩵিচ দেখে তবেই কোয়ার্টার ফাইনালের কম্বিনেশন স্থির করা হবে বলে জানান তিনি।
তবে অরুণ লাল এটা স্পষ্ট করে দেন যে, তিন পেসারে দল সাজাবেন নিশ্চিত। চতুর্থ পেসারের প্রয়োজন 🤡হবে, নাকি একজন বাড়তি স্পিনার খেলানো হবে, সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পিচ দেখে।
বাংলা কোচ বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করছি। যথাযথ প্রস্তুতি নিয়েছি এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ🃏্টা করব। আমি নিশ্চিত, আমাদের খেলোয়াড়রা নিজেদের সেরাটা মেলে ধরবে। লাল বলের ক্রিকেটের সঙ্গে সড়গড় হতে এবং এখানকার পিচের সঙ্গে মানিয়ে নেও💮য়ার জন্য আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। একারণেই আমরা দশ দিন আগে এখানে এসেছি। শুরুর দিকে নিজেদের চূড়ান্ত অপ্রস্তুত মনে হচ্ছিল, কারণ এখানের পিচ একেবারে ভিন্ন রকমের। পিচে ঘাস রয়েছে। বাউন্সও রয়েছে। সিমে বল পড়ে নড়াচড়া করে।’
আরও পড়ুন:- গুজরাটকে IPL চ্যাম্পিয়ন করিয়ে এবার পঞ্জাবের হয়ে মাঠে নামতে ﷽চলেছেন শুভমন গিল
অরুণ লাল আরও বলেন, ‘ম্যাচের দিন মাঠে গিয়ে পিচ দেখে প্রথম একাদশ চূড়ান্ত করা হবে। অনেকটা দূরে বলেই আজ মাঠে গিয়ে অনুশীলন করিনি। যেহেতু প্রতিদিন টানা খেলেছি, তাই ডে অফের মতোই অপশনাল প্র্যাক্টিস রেখেছিলাম। আমরা অ🃏বশ্যই তিন পেসারে দল সাজাব। ম্যাচের আগে সিদ্ধান্ত নিতে হবে চতুর্থ পেসার খেলানো হবে নাকি একজন স্পিনার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।